আজ সামুতে আইসা দেখি "জেনারেল" এ উন্নিতো হইছি।অনেকদিন এই অপেক্ষায় ছিলাম।আমারে জেনারেল করেনা দেইখা প্রায়ই সামুর উপর অভিমান কইরা গাল ফুলাইছি,প্যান প্যান করছি।আজ সামু আমারে জেনারেল এর মর্ষাদা দিল।আমার বহু কাঙ্খিত।ভাবছিলাম যেইদিন জেনারেল হমু,সেইদিন আমি একটা পোস্ট দিয়া আমার খুশি সবার সাথে শেয়ার করমু।কিন্তু আমি খুশি হইতে পারতাছিনা।মন মেজাজ কিঞ্চিৎ খারাপ আছে।কিঞ্চিৎ না,অনেক

মন মেজাজ খারাপ,এই বিষয়টাও সেলিব্রেট করতে পারতাছিনা।কারণ পরশু আমার ২টা পরীক্ষা আছে।লাইফ.......

সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯