অত শত ভনিতা জানিনে বাপু তোমাকে ভালোবাসি
বলে ফেললাম নিজের ভাষায় কত অবলীলায়।
প্রতিদিন বিশুদ্ধ বাতাসে ছড়িয়ে দিলাম
লাল নীল, উহ না, রং ধণুর সাতটি রঙের আদর।
হাত বাড়িয়ে চাইলাম সত্য প্রতিশ্রুতি সমৃদ্ধ বিবেক আর
প্রশস্ততর বুকে চোখ বন্ধ করে মাথা রাখার আশ্বাস।
দেখ, কত সমৃদ্ধ মাতৃভাষা আমার বাংলা
এই ভাষা সাহিত্য রসে রচিত
কাব্য উপন্যাস নাটক সিনেমা কত শত।
মনুষ্য দায়িত্ব বোধ প্রকাশিত হয় কাঁধে কাঁধ রেখে
সম্মিলিত শক্তিতে রূপান্তরিত করে
তুমি তোমাদের থেকে একক আমিতে।
সততার দাবী কোষ থেকে কোষে চলাচল করে দেহে
পূর্ন করে ছুটে চলা বাংলা ভাষায় প্রতিটি কোনে।
লুকায়িত না বলা ভাষাও থাকে সব বলা শেষ হলে
ভালোবাসি তারে আদরে আদরে।
জীবন সঞ্চারী ভাষা আন্দোলিত চারপাশে
শ্রবনে নয় শুনি তারে মন ও মননে।
তানিয়া
২১ ফেব্রুয়ারি,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০২০।
উৎসর্গ: সকল ভাষা শহীদ ও নিপীড়িত জনতাকে।