আজন্ম বেদনাতেই বসবাসের আকাঙ্খা যেন গ্রাস করে নিয়েছে সব
থেমে গেছে অধিকার আদায়ের সংগ্রামী দাবানল লোকহীন নিরবতায়
কে কবে মাড়িয়েছে কার শষ্য মাঠ মনে রাখার প্রতিযোগীতায়
সম্মুখে সজ্জিত জুয়ারী মাতাল হয়েছে জুয়ার নেশায়।
সুন্দর পৃথিবীও শাসিত হয় চৌকস সাহসী বীরের শাসনে
কাপুরুষ নিক্ষিপ্ত ভাগাড়ে কি ভীষন অপমানে পঁচে গলে যায়
মেঘালয়ের দূর্ধর্ষ নদীগুলোকে জীবন্ত সেতু বিনির্মানে বশ মানায়
হাল ছাড়েনা রক্তে মাংসের মানুষেরা জয় করে কড়া নেড়ে ভয় দরজায়।
হাজার মাইল ক্লান্তিহীন উরন্ত সারসের ভালবাসায় সিক্ত সঙ্গিনীর
প্রবল অদম্য ভালবাসা জেগে উঠে যেন সমগ্র প্রাণের মেলায়
মনুষ্য জীবনের দাম হয় না অর্জিত প্রেমহীন আলসে ভাবনায়
হয় শুধু সাহারা মরুর রূপালী পিঁপড়ের ন্যায় ছুটে চলার দ্রুততায়।
জালে বন্দী সীমানা থেকে বেড়িয়ে আসার প্রবল নবোন্মেষ আহ্বানে
হাতছানি দেয়া কবির কন্ঠে কোরাস উচ্চারিত হয় স্লোগানের ভাষায়
চোখ বন্ধ করে প্রার্থনা করে কবি হৃদয় নি:সৃত নিদারুন বেদনায়
প্রতিটি রাজপথ প্রকম্পিত হোক সুপুরুষের হুংকারের ক্ষিপ্রতায়।
২৯.১১.২০১৯