হবে কি একটু সময়
আমার জন্য...
এখনও আঁধার ঘিরেনি চারপাশ
থামেনি কোথাও কোলাহল
বউ কথা কও পাখি ডেকে চলেছে থেমে থেমে
নদী ভরেছে তার কূল
ভাটার এখনও অনেক দেরী।
হবে কি সময় নিঃসঙ্গতাকে ছুটি দেবার?
শীতল স্পর্শে জাগে নতুন পাতা
শান্ত দিঘিতে শাপলা ফুটে
পশ্চিমের আকাশ হয় ভারি
এসো বৃষ্টির অপেক্ষায় থাকি আমরা দুজন
কারন ছাড়াই হই হেসে কুটি কুটি
বেদনারা চারপাশে সরে গিয়ে
রয়ে যাক শুধু ভালোবাসাবাসি।
আগুনের গল্পেরা উকি দিয়ে নিভে যাক
শীতল বাতাসে মন না বসুক
সমূদ্র নির্মিত হোক হৃদয় মাঝে
বন্দরে ভীর করে থাক শত তরী
এসো তোমাকে দেখাই
প্রেম প্রকাশিত হয়ে চূর্ণ হলে পাথর বালু হয়
ঢেউ জলে কেমন করে দোলে ভালোবাসার হাসি।
তানিয়া
ফরিদপুর
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৫