আজি নব পল্লবে মুখরিত আমাদের কুঞ্জবাটি
বপিত হইল মৃত্তিকা মাঝে পঙ্কজিনী ও দোপাটি।
সাধ জাগিছে নয়ন ও প্রাণেতে দেখিতে বরিষা ধারা
ঘুর্ণিত ঝড়ের আগমনে নাচিল পত্র-পল্লব সারা।
বধুৎসবে ডাকিছে কাহারে পুষ্পমঞ্জরী মাঝে
পুষ্পবতী মন করিছে বিচরণ মন নাহি আর কাজে।
পল্লবরাজি হাতছানি দেয় পল্লীবালার তরে
আসিও সখি পত্রাবকাশে না ফিরিলে আজি ঘরে!
আনন্দে মাতিয়া বনরাজা বুঝি দিয়াছে পত্র মালা
তাই গলে পড়ে ছুটিয়ে বেড়ায় বনের পল্লীবালা।
উরে চিরকূট বনের আকাশে ঠিকানা খুঁজিছে ফিরে
হীরামন পাখি হইল উচাটন ফিরিবে কখন নীড়ে।
বনানী কহিল ডাকি,“শোনো পাখি হীরামন,
শুভ বারতায় বর্ষ বরণে জানাই নিমন্ত্রণ।
পাতকী মনের অবষান হউক পাবনী কণ্ঠে জয়গান
নব পল্লবে সাজিয়াছে দেখ বর্ষ বরণের উদ্যান।”
তানিয়া‘
১ বৈশাখ, ১৪২৩ বাং
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৪