এই ধরার বুকে যুদ্ধ খেলা শেষ হবে না কখনই
ভয়ের থাবায় রাজ্য জয়ের এটা মজার খেলা
জীবনের মৃত্যু তো পুতুলের মতো খেলা ঘর
কালো হরফের বদলে খেলা হয় রক্ত লালের
তারা বড়ই দাতা অস্ত্র বিক্রির পাকা খেলোয়ার
তাই যুদ্ধ কখনই বন্ধ হবে না এই ধরার বুকে
রাশিয়া ইউক্রেন গত আড়াই বছর ধরে লড়ছে
তাই খুব ভয়ে কাঁপছে ইউরো ভেড়ার দল
মধ্যপ্রাচ্যের ভূমি দখলদার ঠিকই করছে দখল
অস্ত্র দাতা ত্রাতা হিসেবে দেখা দেয় সবখানে
সে তো মত্ত অস্ত্র বিক্রি খেলায় সাথে কত সাথী
যুদ্ধ শেষ হয় যদি তবে অস্ত্র বিক্রি করবে কে
সাজাতে হয় কাউকে জালিম আর কেউ হয় মজলুম
কি খেলা, খেলায় কি যে মজা আহা খেলা
মানুষের জীবন নিয়ে মজার জুয়া খেলা।
জাতিসংঘ সে তো অন্ধকার একটা কবর
অকার্যকর, নিষ্ক্রিয় ভূমিকাহীন নামমাত্র সংস্থা
যুদ্ধ বন্ধের তার কাছে কোটি মানুষের নেই আস্থা