গন্তব্য কোথায় তা নির্ধারিত হয়নি এখনো
আমি চলছি শুধু পিচঢালা পথের উপর
হেঁটে হেঁটে চলছি, ফ্লাইওভারে ছুটছে
দুরন্ত দুর্বার দূর পাল্লার যাত্রী সমেত গাড়ি।
কিসের জন্য কোথায় যাচ্ছি তা কি জানি
অজানা অচেনা পথও এগুলো নয় আমার
তবুও কেন হচ্ছে মনে অর্থহীন এই পথচলা
আমি বোধহীন নই, পাগলও নই আমি
কিসের জন্য আসি, কেন ফিরে যাই
আমি কি কারো খোঁজ নিই এখন।