কতকাল হয়ে গেলো ছোয়া হয় না কাচা রোদ,
জলজ্যান্ত মানুষটা মরে গেলো না ভান করলো?
বুঝতে পারা গেলো না, নাকি হারিয়ে ফেললো বোধ?
শীত ঘুমের শেষে মুচড়ে উঠা সাপের মতো,
খসে পড়া খোলসের মতো বদলে গেলো নাকি?
নাকি সাপের মুখে ব্যাঙের মতো রইলো ঝুলে?
_______________________
তোমার অশ্লীল ঠোঁটে যে চুমুটা দিয়েছিলাম ভরা বর্ষায়,
সংরক্ষণ করেছিলে নাকি বিকিয়ে দিয়েছো নিশীথিনীর বুকে,
যে উল্কি এঁকে দিয়েছিলাম বুক পকেটে, হারিয়ে ফেলেছো?
হে সত্যবাদী যুধিষ্ঠির, মিথ্যার পুজো করতে করতে ঘুমোও,
ফুলদানীতে যে সবুজে ফুলগুলো রেখেছিলাম,
পুরো ফাল্গুন মাস জুড়ে জমানো পয়সায় কেনা,
ছিড়ে কুটি কুটি না করলেও পারতে,
না হয় একটু শুকিয়ে গিয়েছিলো, তবুও তো ওগুলো আমার স্মৃতি।
________________________________
একটু কি জ্বর এসেছে?
একটু কি শীতাতপ্ত হয়ে গেছে ঘর?
ইচ্ছে করছে সূর্যের নিচে গিয়ে দাড়াই,
ইচ্ছে করছে আকাশ দেখি,
একটু নাহয় জল গড়াবে চোখে,
তাও তো কিছু গড়াবে, আমি অনুভব করবো,
সব থেকে ভালো হতো যদি পোকা যেত চোখে,
একটি দিন আমি নাহয় কেঁদে মরতাম।