নির্জীব একাকীত্ব
আর তারপর প্রতি রাতে, প্রতি ভোরে,
প্রতিটি সন্ধ্যার আলো আধারে,
মাতম উঠে নিঃসঙ্গতার নিঃস্ব কাহারে,
আহাজারি আর আহত শরীরে।
ছুয়ে যাওয়া কিছু মিছে বাতাসে,
সব ভুলে আত্মা আর দেহতে যায় যে মিশে,
অথবা যায় যে অবেলায় অনুভূতি ভেসে,
তবু পূজারীরে চায় কি, দেবী সে।
সেও তো দু হাজার বছর আগে,
আর কয়েকশো মাইল পুবে,
পাহাড় চুড়ো আর... বাকিটুকু পড়ুন