একটি জানালা খোলা রুমে ১০০ টি ইট রেখে ভিতরে ২-৩ জন মানুষ পাঠিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিন!
তাদের সেভাবে রেখে ৬ ঘন্টা পরে ফিরে আসুন এবং এসে দেখুন তারা কি করেছে!
যদি দেখেন তারা ইট গুনছে,তবে তাদের হিসাব রক্ষণ বিভাগে রাখুন!
যদি দেখেন তারা একবার গোনা শেষ করে আবার ইটগুলো গুনছে তবে তাদের অডিট বিভাগে রাখুন!
যদি দেখেন তারা ইট দিয়ে পুরো রুম আউলা ঝাউলা করে ফেলেছে তবে তাদের ইঞ্জিনিয়ারিং বিভাগে রাখুন!
যদি দেখেন তারা ইট দিয়ে অদ্ভত কিছু একটা বানিয়ে ফেলেছে তবে তাদের পরিকল্পনা বিভাগে রাখুন!
যদি দেখেন তারা একে অপরের দিকে ইট ছুঁড়ে মারছে,তবে তাদের কর্মী বাহিনীতে রাখুন!
যদি তারা ঘুমিয়ে থাকে, তাহলে তাদের সিকিউরিটি গার্ড হিসেবে রাখুন!
যদি দেখেন তারা ইটগুলো ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে,তবে তথ্য প্রযুক্তি বিভাগে তাদের রাখুন!
যদি তারা অলস বসে থাকে, তাহলে মানব সম্পদ বিভাগে তাদের রাখুন!
যদি তারা বলে যে তারা বিভিন্নভাবে চেষ্টা করার পর ও একটি ইট-ও সরাতে পারেনি তবে তাদের মানব সম্পদ বিভাগে রাখুন!
যদি তারা ইতিমধ্যে জানালা দিয়ে চলে গিয়ে থাকে,তাহলে মার্কেটিং বিভাগে তাদের রাখুন!
যদি তারা জানালা দিয়ে উদাস ভাবে বাইরে তাকিয়ে থাকে,তাহলে তাদের কৌশলগত পরিকল্পনা বিভাগে রাখুন!
আর যদি শেষপর্যন্ত দেখেন যে তারা নিজেদের মধ্যে গল্প করছে,কিন্তু একটাও ইট সরানো হয় নি...
তাদেরকে অভিনন্দন জানান এবং ব্যবস্থাপক পদে নিয়োগ দিন!
সংগৃহীত