আমি ঠিক তোমাকে আর জ্বালাবো না।
গোধুলীর বর্ষনে ধরব না কোনো বায়না-
বলবনা,'' চল, ঐ ঝুম বৃষ্টিতে কাকভেজা হই"।
আবেগ-অনুভূতি-সময়ের মূল্য না হয় চাইবো না,
ঊষ্ণ ঠোঁট জোড়ায় আদর না হয় করবো না,
ইচ্ছা আর স্বপ্নের ইশতেহার? সেটা না হয় তোলাই থাক। কি বল?
এবার না হয় রিহ্যাবে যাবো -
আকন্ঠ নিমজ্জিত প্রেমের মাদকতা ছাড়াতে।
শৃংখলে তো হাত-পা-শরীর বেঁধে রাখা যায়,
মনও যায়?
তুমি তো তাই ভাবো।