কেন্দ্রীয় শহীদ মিনারে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে কুইক রেন্টাল এর নামে জনগণের পকেট কাটার সিদ্ধান্ত গ্রহণকারীদের বিচার ও শাস্তি, জাতীয় সংস্থার মাধ্যমে ‘সুনেত্র’, ‘রশিদপুর’ গ্যাসত্রেসহ বন্ধ কূপ থেকে গ্যাস উত্তোলন করে বিদ্যুৎ-সার উৎপাদন, শিল্প-কৃষি ও আবাসিক এলাকায় সরবরাহ, ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়নসহ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতসহ জাতীয় কমিটির ৭ দফা বাস্তবায়নের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে আগামীকাল শনিবার মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
ঐ দিন বেলা ১২টা থেকে সংগীত, পথ-নাটক এবং বেলা ২টায় সমাবেশ শুরু হবে। এ নিয়ে আন্দোলনের প্রধান সংগঠক বামপন্থী রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নেয়া শুরু করেছে। ঢাকা মহানগরসহ রাজধানীর আশে পাশের জেলাগুলো থেকে বামপন্থী রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর জামায়েত আসবে বলে জানিয়েছেন জাতীয় কমিটির ঢাকা মহানগর সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খান আসাদুজ্জামান মাসুম। সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ ও দেশের বিশিষ্ট বুদ্ধিজীবিগণ বক্তব্য রাখবেন বলে জানা গেছে। জাতীয় কমিটির অন্যতম সংগঠক ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স জানান, সমাবেশকে লক্ষ্য রেখে প্রতিদিনই প্রচার মিছিল বের করা হচ্ছে, একইসাথে গণসংযোগ করা হচ্ছে। সমাবেশ থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে ।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এবং সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ এক বিবৃতিতে মহাসমাবেশে যোগ দিয়ে দেশের গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান এবং জাতীয় সম্পদে জনগণের মালিকানা নিশ্চিত করার আন্দোলনকে অগ্রসর করতে সচেতন দেশেবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, জাতীয় মুক্তি কাউন্সিল, গণতান্ত্রিক বাম মোর্চা সহ বেশ কয়েকটি রাজনৈতিক-সামাজিক জোট সমাবেশের প্রতি পৃথকভাবে সংহতি প্রকাশ করেছে।