
গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক ছাত্রীকে ক্লাসে যাবার জন্য হল থেকে বের হলে ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মনিরুল ইসলাম খান তার গতিরোধ করে। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে ঐ ছাত্রীকে চড়-থাপ্পড় মারে এবং শারিরীকভাবে লাঞ্ছিত করে।
মতিহার জোনের সহকারী পুলিশ কমিশনার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঐ ছাত্রকে আটক করে প্রক্টরের নিকট সোপর্দ করে। কিন্তু প্রক্টর ঐ ছাত্রটি কোন রকম শাস্তিমুলক ব্যবস্থা ছাড়াই তাকে ছেড়ে দেয়।(বিস্তারিতঃ Click This Link)
কেন ছাড়া হল? জানতে চাই।
এর আগে চবিতেও অনুরুপ ঘটনায় রাজুকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিস্কার করা হয়েছে। (বিস্তারিতঃ Click This Link)
এই শাস্তিই যথেষ্ট নয়।
আমি ছাত্রী নিপীড়নকারী দোষী ব্যক্তিদের নিম্নোক্ত শাস্তি চাইঃ
১। বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিস্কার করতে হবে এবং
২। নারী ও শিশু নির্যাতন আইন (বা অন্য আইনে) দোষী ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করতে হবে।
আর কি কি শাস্তি দেয়া যেতে পারে এদের। আপনাদের মত তুলে ধরুন।

চলুন, ব্লগে এদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করি ও প্রতিবাদ করি।