উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর আমরা অনেকজন বাংলাদেশী জোট বেধে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে রীতিমত ফ্লাডিং করে বাংলাদেশের বিভিন্ন ফ্যাক্টস নিয়ে টুইট দিতেছিলাম যাতে ট্রেন্ডিং টপিকে উঠে, কিন্তু উঠাতে পারি নাই


তো গতকালের সেই "The Bangladesh" এ ক্লিক করলে দেখায় কে কি টুইট করতেছে। এরমাঝে কয়েকটা টুইট এখানে তুলে দিলাম -
যে ব্যাপারটা নিয়ে সবাই অবাক হইছে সেটা হলো ১৬১.১ মিলিয়ন মানুষের একটা দেশে কেমনে ৫জন এথলেট থাকে? এটা নিয়ে সবচেয়ে বেশি টুইট আসছে।
[নিচের টুইটে Ty Wilson লোকটার নাম আর @BiggzWilson হলো তার আইডি]
Ty Wilson @BiggzWilson : Really Bangladesh? You have a population of 161.1 million ppl and you send a grand total of 5 to the Olympics?
Chris Ochs @SuperiorCO: Bangladesh---161.5 million people and FIVE athletes?!?!? Put me on the TEAM!
ব্রিটিশ কমেন্টেটর আরেক কাঠি বেশি সরেস। সে ফাস করে দিছে যে আমরা আজ পর্যন্ত কোনো মেডেল পাই নাই!!
Warren Adriana @WarrenAdriana: Wait, did he just say 'Bangladesh has the largest population for a country that has never won'.?? #shade #OpeningCeremony
Janessa Davé @janessaadave: "Bangladesh, which has the highest population of the 81 countries that have never won..."
@_tazni_ : Dear Commentator, you don't have to throw in our faces that Bangladesh is one of the largest country that never one a gold. #teambangladesh
Nazmun T. @nazziit: they showed a solid two seconds of the five athletes representing bangladesh LOL.
৫ জনকে ২ সেকেন্ড ধরে দেখাইছে আর হাসিনা-জয়কেও ২ সেকেন্ড... খারাপ কি?

Ibrahim Rahman @ihrahman: The #Bangladesh Olympians are taking part in Gymnastics, Swimming, 100m, Archery and Shooting. All the best! #London2012
shinigami @alltimel0ser: 100 points to the person who designed the Bangladesh flag
আমি ওরে জিগাইছিলাম কেনো ১০০ পয়েন্ট দিলেন? এখনও রিপ্লাই দেয় নাই।

এক বাংগাল ভালোই মজা নিলো -
Sohail Anjum @sohailanjum: how cool would it have been the #bangladesh team walk out in lunghis #OlymicCeremony
আরেকটা জিনিস, যার হাতে পতাকা ছিলো, সে অনেক জোরে পতাকা নাড়াইতেছিলো। ফলে পাশের ২টা মেয়ের মুখে লাগার অবস্থা হইছিলো প্রায়। এটা নিয়েও অনেক টুইট আসছে।
Raman Lidder @leprechaunsyea: the bangladesh guy kept smacking the flag in the two girls on the sides' faces #olympicceremony
Karen Galvez @karen_g: Hah, one of those women from Bangladesh was so unimpressed with being in the Opening Ceremony, she was on her cell phone as she walking
জোনাথন ভাই-ও মজা নিলো

Jonathan Haigh @Jonathan_Haigh_: My family is as big as the entire Bangladesh team....
Vince. H. @americanmade65: If Bangladesh ever wins an Olympic medal, I bet one of the athletes eats it.
নিচেরটার মানে কি কে জানে?!!
Mandisa @JustMadMan: I never knew the Bangladesh looked like that until today...
আর আমার প্রিয় ২টা টুইট, ২টাই লন্ডনী বাংগালীর করা।
Hassan Shah @HassanTheGooner: You know Bangladesh was ranked the happiest country in the world (in 09 I think). We just don’t give a shit about anything
rashminp @rashminp: you know why Bangladesh don’t have any athletes? Because all those who could run, swim and jump have already crossed the border.

এর আগে আমার জানামতে এশিয়া কাপে শচীনের ১০০তম ১০০ মারার পর বাংলাদেশ ট্রেন্ডিং টপিকে উঠে। তখনকার কয়েকটা টুইট দিয়ে দিলাম। বেশিরভাগই ভারতীয়দের করা যেখানে ওরা বাংলাদেশকে ধন্যবাদ দিতেছে কারন ওদের ধারনা সাকিব-মুশফিকরা শচীনকে ১০০ করতে সাহায্য করছে!!! টুইটগুলা দেখলে মেজাজ খারাপ হওয়ার সাথে সাথে ভারতীয়দের হীনমন্যতাও বুঝা যাবে।
১০০ করার আগে -
১০০ করার পরে -
তসলিমার টুইট -
এটা ফাইনাল বাংলাদেশ-পাকি ম্যাচের টুইট -
তবে অমিতাভ বচ্চন ভালো জিনিসকে ভালো বলতে কার্পন্য করে নাই।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১২ দুপুর ১:৪৩