১। বেঁচে থাকার গান
ও দুটি হাত উর্ধে তুলে নাচো।
বাঁচো। আর গলা ছেড়ে গান গাও।
মুখোশ গুলো কাপুরুষ যত সময়ের তীর হেনে,
চেনা মানুষের অচিন স্বরে পেছন পানে টানে।
কাল গহ্বরে হত চিৎকার দীর্ঘশ্বাস মাড়াই,
জীবন সেতো হার না মানার দুর্দান্ত লড়াই।
ধৃত সময়ের কোন বিজ্ঞাপন নয়তো তোমার ছায়া ।
তাই ভালোবাসাটাকে দুর্বলতা ভাবতে দিওনা।
মিথ্যের মাঝে বেঁচে থাকার কষ্ট মাড়িয়ে,
পর্দা, আগল, আকাশ-ছোঁয়া
দালান গলে তীব্র ছুটে যাও।
২। কবির মৃত্যু ............
নাটাই সুতো গিটে মাথায় জোড়া দিয়েই পগার পার?
সময়ের থাল খাবলে নিলেই যাপন,
পকেটে পুরেই স্মৃতির ভাগাড়। আপন!
ধ্বংস! সে তো জীবন বয়েই মাটি।
বৃক্ষ জনমে সাইকেল পরিপাটি।
যাপন-চ্ছটা রুপে রুপে - হারিয়ে গিয়ে পরিচয়। তাই,
স্পন্দন হাসে শেষতম কোষে, চিৎকার করে কয় ...
মৃত্যু, এক মিথ্যা-চারন । মরার উপায় নাই।
স্পষ্ট স্বরে বিনির্মাণ হবে শরির। হোক কবিতায় কবির।