রাজস্থানের মহারাজা জয় সিং ১৯২০ সালে গেলেন ইংল্যান্ডে। বন্ড স্ট্রীতে হাটতে বের হয়ে দেখলেন রোলস রয়েসের শোরুম। তিনি ভাবলেন, দাম আর স্পেসিফিকেশন জিজ্ঞাসা করে আসি। কিন্তু সাধারণ ড্রেসে থাকা মহারাজাকে সেলসম্যান পাত্তা দিলো না। গাড়ী ট্রেস্ট ড্রাইভের কথা বলায় সেলসম্যান বললো, এই দড়জা দিয়ে বের হয়ে যান।
মহারাজা চরম অপমানিত হয়ে হোটেলে ফেরত আসলেন। লোক মারফত শোরুমে খবর পাঠালেন যে ইন্ডিয়ার রাজস্থানের মহারাজা তাদের শোরুম ভিজিটে আসবেন। লাল গালিচার ব্যাবস্থা করা হলো। রাজা তার রাজকীয় পোষাকে শোরুমে গেলেন। শোরুমে তখন ছয়টা গাড়ী ছিলো। ছয়টাই কিনে ফেললেন। ইন্ডিয়া পাঠানোর খরচ সহ দিয়ে দিলেন।
ইন্ডিয়া যখন গাড়ীগুলা পোঁছালো। মহারাজা গাড়ীগুলা শহর কর্তৃপক্ষকে দিয়ে বললেন, এই গাড়ীগুলা শহরের ময়লা পরিষ্কারের কাজে লাগাও। খবর তখন সারা বিশ্বে চাওড় হয়ে গেলো। তাদের বিক্রি গেলো কমে। রোলস রয়েস কর্তৃপক্ষ তাদের ভুলটা বুঝতে পেরে মহারাজার কাছে ক্ষমা চেয়ে চিঠি দিলেন। শুধু তাইনা, উপহার হিসাবে আরো ছয়টা রোলস রয়েস পাঠায়ে দিলেন। রাজা ক্ষমা দিলেন। বললেন, ঠিক আছে গাড়ীগুলা দিয়ে আর ময়লা টানাতে হবে না।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:২৫