কালবোশেখি ঝড় রাক্ষুসে মেঘ বয়ে আনে কালো;
সততার শব্দগাঁথুনি হলে ভালো
যেকোনো কবিতার মন্দির ধরে রাখে আলো
বাতিস্তম্ভের মগ্নদিশায়।
ব্যভিচারের শব্দভেলা
উটকো হাওয়াতেও খায় ঠেলা,
ভেসে যায় বিপন্ন বাতাসে; -
কারো কিছু তায় না-যায়-আসে
সময়ের সংজ্ঞায়।
কালবোশেখি যতই ঝড় হোক
কয়েক মূহুর্তেই তার কেটে যায় ঝোঁক,
মেঘেরাও ঝরেঝরে ভেসেভেসে ফেঁসে যায়;
মন্দিরে হেসে ওঠে কবিতা রোশনায়।
তোমার জন্য এ শব্দযোগ, পারমিতা!
মননের হৃদয়ে আসে উৎকৃষ্ট কবিতা।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১:২৮