ইশ্বর বিশাল এক জনসভার ডাক দিয়া বলিলেন, তোমরা বাঙ্গালীর বাচ্ছারা হইবা দুই প্রকার।
এক আমিলীগ, আর দুই (দেশদ্রোহী অরফে রাজাকার, অরফে বিএনপি, অরফে জামাত)!!
জনসভার মানুষ হাততালী দিয়াই চিল্লাচিল্লি শুরু কইরা দিলো!
ইশ্বর কান পাতিয়া শুনিলেন এবং বলিলেন খামোশ, এক জন খাড়ায়া প্রশ্ন করো, কি জিগাইতে চাও?
এক আধাবোধা মানুষ খাড়া হইয়া জিগাইলো, স্যার আপনে দুই দল কইরা দিলেন, এখন কোন দলেরে আপনি বেশি ভালা বাসবেন! আর কোনদলের লগেই বা আপনে আছেন? আপনে কোনদলের কোচ?
ইশ্বর মুচকী হাসিয়া মাইকে ফু দিয়া উত্তর দিলেন। মাইক টেস্টিং এক দুই তিন, গুয়া গাছে মারিয়াছি বীণ! আমিলীগ আছে ক্ষমতায় , আমার কথা শুনার, নিয়ম মানার,বুঝার টাইম কই তাগো! আমি তোমরা মূর্খদের সহিত থাকিবো। তোমার বিশ্বাস হীন হইবে না, তোমরা আরামে থাকিবে। আর আমিলীগ আমারে ছাড়িয়া ডিজিটাল দেশ বানাইবে, ফেইসবুকে কাক আমি তো অবাক বলিবে!, অবশ্যি তোমরা তাহাও ইউজ করিতে পারিবে।
আরেক আধাবোধা প্রশ্ন নিয়া খাড়াইতেই ইশ্বর বলিলেন, হারামজাদারা দুনিয়ায় যাও, যা খুশী কইরা মরো, তোমাগো এতো জিগাজিগিত আমি নাই!
তবু সেই আধা বোধা কইলো, হুজুরে পাক, আমি দলাদলিত নাই!
ইশ্বর রাগিয়া বলিলেন, তাইলে তুমি মরো ভুদাই! আমার কাছে আসো, তোমারে মহাব্বতের পেয়ারা খিলাই!
(**আমাকে নাস্তিক বলিয়া সন্দেহ করিবেন না। ইশ্বরের সহিত আমার অনেক টাইট রিলেশন, ডাক দিলেই তিনি কথা বলেন, বিভিন্ন জিনিষের ফয়সালা করিয়া দেন।)
গত কাল রাতে জানিয়াছি দেশে আগামীকাল নির্বাচন! ঈশ্বরের সহিত নির্বাচন নিয়া কথা বলতে গেলেই তিনি এই সিনেমা দেখাই দিলেন!