১.
অন্তস্ত্য করিলাম সকল বিদ্যা তোমার ।
গুননে, ভাগে, যোগে ও বিয়োগে।
নিদ্রাহীন বেদিশা বেলায়, বেখেয়ালে বলিয়াছি,
লসাগু গসাগু তে কমন একটাই, তোমারে বাসিয়াছি ভালো।
বিছরাইয়া দেখো তোমার স্মৃতির জগত, এমন আউলা কাউরে দেখিয়াছো কি?
আমার অপ্রকাশ্য সকল চুম্বন।
ধরিতেই তুমি দেখাও উত্তরের হাজিরা!
আমি ডানপক্ষ বামপক্ষ নাগো সই, আমারে এলজাবরায় ফালাইয়ো না!
সইত্য করি কও তুমি ক্যালকুলাসের ধারা!
এমন যোয়ান মরদ, তারে দিয়া উপপাদ্য নিওগো লেখাইয়া!


******************************************
২.
তোমার বসন মাঙ্গি, এই শীতের জাড়ে!
ফিরাইয়া দিও না লো সই, লেপ তোশকের তাড়ে!
ওমন লাল ঠোঠ গো তোমার, পানের পিকে ভিজাও!
আমারে ডাকো না খালী, জিগাও না, কি চাও? কি চাও?
পান খায়া ঠোঠ লাল করেছো, জিভে দিছো তালা!
আমার এমন সোহাগ সইগো, পাওনা তুমি ভালা!


*****************************************
৩.
আমার একটা টিভি বাক্স দরকার, যেখানে অন্ধকার দেখা যাবে।
চ্যানেল ঘুরোলেই মুখপুড়ি তর হাসির শব্দ নেই!

টেবিল ক্লথে মেলে ধরা আকাশ, আমি সেখানে দুটো পাখি জুড়ে দেবো।
ধরো আমি পাখী দুটো জুড়েই দিয়েছি, এবার তুমি শিস জুড়ে দিলেই, পাখী দুটো উড়ে যাবে।

******************************************