আমার স্বপ্ন জগতের বাড়ীতে এক বিরাট বটগাছ আছে। বটগাছের নাম এরিস্টটল, আমি আদর করে ওকে এরি বলেই ডাকি! এরির গুণমুগ্ধ আমি বলা চলে, হিসেবের কটুচাল না বুঝলেও সে বিহেসেবী আমাকে বেশ বুঝে। মাঝে মাঝেই উথাল পাথাল সন্ধেতে, আমি আর এরি বসে বসে গল্প করি। ওর গল্প বলার ধাচ সেই আগের আমলের মতই! আমাকে যখন সে তার গল্প শোয়ায়, আমি তার কোলেই বসা থাকি। আর আমার গল্প শোনাতে গেলে, ইচ্ছে করে তাকে কোলে নিয়ে শুনাই! বট গাছ কোলে নিয়ে গল্প শুনানো চাট্টিখানি কথা না! তাই ওকে আমার কোলে নেয়া হয়না কোনদিনই।
আমি আর এরি মাঝে মাঝেই ফান্টুশ গল্প বলি, ফান্টুস গল্প হলো ইতল বিতল গল্প, কোন আগা মাথা নেই হুট করে শুরু হুট করে শেষ। যেমন রবী ঠাকুরের দাড়ি যখন কাঠবেন না বলেই সিদ্ধান্ত নিলেন, সেই সময়ে নিশ্চয়ই কেউ কেউ তাকে দাড়ী কাটতেও বলেছিলো। কে কে দাড়ী কাটার কথা বললে, ঠাকুর কি কি উত্তর দিয়েছিলেন সেই আন্দাজ নিয়ে গল্প!
গল্প বলাতে এরি আমার থেকে অনেক পাতা এগিয়ে, কারণ তার গাছে অনেক পাতা! আর আমার মাথায় একটাই ছাতা, আমার ছাতার কথাও ভাবতে হয়, আবার গল্পের পাতার কথাও ভাবতে হয়!
একদিন সময় করে, এরির বলা গল্প আমার বলে চালিয়ে দিয়ে নাম কামিয়ে নেবো ভাবছি!!