জ়েমস বন্ড সিরিজ নিয়ে মনে হয় না খুব বেশি কিছু বলার আছে। মুভি ইন্ডাস্ট্রির লং রানিং এ সিরিজটির আবেদন একদম শুরুতে ১৯৬২ সালে যা ছিল, ক্রমান্বয়ে তা পৌঁছে গেছে এক আকাশসমান উচ্চতায়। এ পর্যন্ত ৬ জন অভিনেতা ইয়ান ফ্লেমিং এর বন্ড চরিত্রে অভিনয় করেছেন- শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডালটন, পিয়ার্স ব্রসন্যান ও সর্বশেষ ড্যানিয়েল ক্রেইগ। যদিও বেশিরভাগ বন্ডভক্তের মতে কনারিই ‘পারফেক্ট’ বন্ড, রজার মুর আর ব্রসন্যানের পক্ষেও ভোট কম নয়। তাই এসব তর্কে না যাওয়াই ভালো। এটুকু শুধু বলে রাখি, এদের মধ্যে কনারি অভিনয় করেছেন ৬টিতে, ল্যাজেনবি ১টিতে, মুর ৭টিতে, ডালটন ২টিতে, ব্রসন্যান ৪টিতে আর ক্রেইগ এ পর্যন্ত ২টিতে। যদিও বেশিরভাগ দর্শকই এখনো ক্রেইগকে বন্ড চরিত্রে মেনে নিতে পারেননি।
ইয়ান ফ্লেমিং এর জ়েমস বন্ড ০০৭ সংক্ষিপ্ত পরিচয়:
জ়েমস বন্ড (কোডনেম ০০৭), রয়্যাল নেভির একজন প্রাক্তন কমান্ডার, বর্তমানে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট। বয়স ৩০ এর কিছু বেশি। ০০ লাইসেন্সপ্রাপ্ত; যার অর্থ ‘লাইসেন্স টু কিল’। তার ব্যবহৃত গাড়ি বিএমডব্লিউ, প্রিয় পিস্তল ওয়ালথার পিপিকে। প্রিয় ড্রিঙ্কস- সেই বিখ্যাত ডায়লগ “Vodka Martinis, shaken, not stirred”
ইয়ান ফ্লেমিং এর বইগুলোর জ়নপ্রিয়তা, অসাধারণ কাহিনী, বিশাল বাজেট, চোখধাঁধানো অ্যাকশন, বিশ্বাসযোগ্য টেকনোলজি এবং অভিনেতাদের দক্ষতা- এসবই বন্ড মুভিগুলোর ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। ১৯৬২ থেকে ২০০৮ পর্যন্ত মোট ২২ টি বন্ড মুভি মুক্তি পেয়েছে আলবার্ট আর ব্রক্কোলির ইওএন প্রযোজনা সংস্থা থেকে। মুভিগুলোর নাম, রিলিজের বছর ও বন্ড চরিত্রে অভিনয়কারী তারকাদের নাম নিচে দেওয়া হল।
1. Dr. No (1962-Sean Connery)
2. From Russia With Love (1963-Sean Connery)
3. Goldfinger (1964-Sean Connery)
4. Thunderball (1965-Sean Connery)
5. You Only Live Twice (1967-Sean Connery)
6. On Her Majesty's Secret Service (1969-George Lazenby)
7. Diamonds Are Forever (1971-Sean Connery)
8. Live and Let Die (1973-Roger Moore)
9. The Man with the Golden Gun (1974-Roger Moore)
10. The Spy Who Loved Me (1977-Roger Moore)
11. Moonraker (1979-Roger Moore)
12. For Your Eyes Only (1981-Roger Moore)
13. Octopussy (1983-Roger Moore)
14. A View to a Kill (1985-Roger Moore)
15. The Living Daylights (1987-Timothy Dalton)
16. Licence to Kill (1989-Timothy Dalton)
17. GoldenEye (1995-Pierce Brosnan)
18. Tomorrow Never Dies (1997-Pierce Brosnan)
19. The World is Not Enough (1999-Pierce Brosnan)
20. Die Another Day (2002-Pierce Brosnan)
21. Casino Royale (2006-Daniel Craig)
22. Quantum of Solace (2008-Daniel Craig)
ভবিষ্যতে এ সিরিজ নিয়ে বিস্তারিত কিছু লেখার ইচ্ছা আছে।

কিছু লিঙ্কসঃ
০০৭ অফিশিয়াল ওয়েবসাইট
উইকিপিডিয়া
IMDB
টরেন্ট ডাউনলোড লিঙ্ক