ঢাকা থেকে কলকাতার গাড়ি ভাড়া ৬০০ টাকাই যথেষ্ট।
ঢাকা থেকে কলকাতা ভ্রমণের বেশিভাগ মানুষ বেনাপোল সীমান্ত দিয়ে যান। এই পথে সরাসরি যেতে খরচ পরে ১৫০০ থেকে ২০০০ টাকা। কিন্তু চাইলে এই খরচ মাত্র ৬০০ টাকায় সম্ভব।
ঢাকা থেকে ট্রেনে যেতে পারে যশোর ভাড়া শোভন সাধারণ ৩৫০, শোভন চেয়ার ৪২০।যশোর থেকে বেনাপোল ট্রেনে ২০টাকা কিংবা বাসে যেতে পারেন ৫০টাকা।
যদি ঢাকা থেকে শোভন সাধারণে যশোর আসেন এবং যশোর থেকে ট্রেনে বেনাপোল আসেন তবে ৪০০ টাকায় আপনি বেনাপোল পৌছে যাবেন।
তারপর ইমিগ্রেশন পার হয়ে যাত্রা কলকাতা।
যশোরের বেনাপোল চেকপোস্ট থেকে কলকাতার দূরত্ব ৮৪ কিলোমিটার। বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল স্থলবন্দর। সেখানে বাসভাড়া ২৫০ রুপি ও ট্যাক্সির ভাড়া ১৫'শ রুপি।
চাইলে আপনি পেট্রাপোল থেকে ৮ কিলোমিটার দূরে বনগাঁও রেলস্টেশন যেতে পারেন মাত্র ২০/২৫রুপিতে অটোরিক্সায়। তারপর বনগাঁও থেকে কলকাতা পর্যন্ত ট্রেনের ভাড়া মাত্র ২০ রুপি।
বেনাপোল চেকপোস্ট থেকে বাসে চড়ে বনগাঁও থেকে কলকাতা যেতে সময় লাগে মাত্র চার ঘণ্টা। সেখানে ট্রেনে দু’ঘণ্টার কম সময়েই কলকাতায় পৌঁছানো সম্ভব। সময় এবং টাকা দুই আপনার সাশ্রয় হয়।
আসা যাওয়ার পথে বেনাপোলের শতবর্ষী গাছগুলো কোমল ছায়া আপনার প্রাণ জুড়াবে। খারাপ খবর হল এই গাছগুলো কাটার জন্য চক্রান্ত চলছে। যেকোন মূল্যে তার রুখতে হবে। এই সবুজকে হারাতে দেওয়া যাবে না। ভ্রমনের পাশাপাশি এই সবুজ রক্ষার আন্দোলনের যোগ দিন।
যাই হোক এবার ইচ্ছে আপনার। খরচ না কমিয়ে ও আপনি কলকাতায় যেতে পারেন আকাশ পথে, শ্যামলী বাসের শীতল হাওয়াতে হেলেদুলে কিংবা কু ঝিক ঝিক ঝিক ট্রেনে চড়ে। যেভাবেই যান আপনার ভ্রমণ নিরাপদ ও আনন্দময় হয়ে উঠুক।
ছবি : দৈনিক ইত্তেফাক পত্রিকার
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭