যদি শুরু করি শেষ হবে না
মায়ের কাব্যগাথা ,
মায়ের ঋণ , সে যে আজন্ম দেনা
কখনো শোধ হবে না .......
0
মা বিশেষ জাতের মানব
যিনি সন্তানের জন্য উৎসর্গ করে
আপন জীবন,
আমায় বড় করার তরে
বুকের পাজর পেতে দিলে মা ,
আজ আমি বড় হয়েছি
তুমি বহু দূরে ?
0
তোমার কাছে ঋনি যে আমি ,
শোধি কেমন করে ?
আমি তোমার ছেলে নই তো
বিয়ে দিয়ে দূরে ঠেলে দিলে !
তোমায় আমি দেখতে পাইনা
যখন ইচ্ছে করে !
0
আমার বাড়ি বেড়াও বললে ,
আসবে না -নাতি পুতি ছেড়ে
বলো -কেমন করে ?
আমার চান্দের বাজার ফেলে
যদি বলি থাকো ক'দিন এসে ,
থাকতে চাও না -জামাই বাড়ি বলে ।
0
ছেলে বউদের মুখ ঘ্যামটা খেয়ে
বসে থাকো মনটা ভারী করে
ছেলের কাছে দাও না বিচার
ছেলের মন যে খারাপ হবে !
ছেলেরা ও মুখ ঝাড়ি দেয়
বউয়ের আদেশ পেলে ।
0
জানো মা !
ছেলেরা সব অন্ধ যে হয়
বিয়ে দিলে পরে ?
বউয়ের চোখে দেখে তারা ,
ভাবে - এই দুনিয়ার সকল সুখ
বউ -এর পায়ের তলে ।
0
তোমার জন্য -
স্রষ্টার কাছে বলি দু'হাত তোলে
ছেলে যেন দেয় না তোমায় -বৃদ্ধাশ্রমে ,
বউকে খুশি করার তরে !!
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৬ সকাল ৯:১৫