পিডিএফ (৬.০৩ মেগাবাইট) অথবা জিপ ফাইল (৫.৪১ মেগাবাইট) আকারে ডাউনলোড করুন এই লিঙ্কটি থেকে।
=============================================
মা – হৃদয়ের গভীরতম অনুভূতির সাথে মিশে থাকা একটি নাম। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যার অনাবিল স্নেহধারায় সিক্ত প্রতিটি প্রাণ। গল্পকথা অথবা বাস্তবতায় যার উপস্থিতি দিবালোকের মত সুস্পষ্ট, আবেগময়। যাকে নিয়ে লিখতে গেলে চোখের কোণ ভিজে ওঠে, যার ঋণ শোধ করার ক্ষমতা সৃষ্টিকর্তা কাউকেই দেননি – সেই মা কে নিয়ে আমাদের লিখা ব্লগগুলি থেকে আজকের এই ব্লগ সঙ্কলন। সাহিত্যমূল্য অথবা লেখনীর সাবলীলতার চাইতেও এই সঙ্কলনে মুখ্য হয়ে উঠেছে ব্লগারের আবেগ, যা পরিমাপ করার দুঃসাহস আমাদের নেই। তাই বিশ্ব মা দিবস ২০০৯এ মাকে নিয়ে লেখা প্রায় প্রতিটি ব্লগ উঠে এসেছে এই সঙ্কলনটিতে। সামহোয়্যার ইন ব্লগের গতিশীলতায় এই ব্লগগুলিকে হারিয়ে যেতে দিতে চাইনি বলেই মূলতঃ সঙ্কলনটির জন্ম।
১৮ ই মে তারিখে ব্লগ সঙ্কলনটি প্রকাশের ব্যাপারে একটি ব্লগ “মা দিবস ব্লগ সঙ্কলন – ২০০৯” প্রকাশ করা হয়, যাতে সঙ্কলনে ব্লগ যুক্ত করার জন্য ব্লগারদের কমেন্ট আকারে লিখিত অনুমতি প্রদানের অনুরোধ করা হয়। এর পর মা দিবসের ব্লগ সূচিপত্রে স্থান পাওয়া ১১৭টি ব্লগের লিঙ্ক থেকে খুঁজে পাওয়া ব্লগ গুলোতে “মা দিবস ব্লগ সঙ্কলন – ২০০৯” ব্লগটির লিঙ্ক কমেন্ট আকারে দিয়ে দেয়া হয়। “মা দিবস ব্লগ সঙ্কলন – ২০০৯” ব্লগে উল্লেখিত তারিখ অনুযায়ী ২৫শে মে তারিখ পর্যন্ত আমরা মোট ৬৩টি ব্লগের ব্যাপারে ব্লগ লেখকদের অনুমতি পাই, যার মধ্যে একটি ব্লগ বিশেষ কারনে অন্তর্ভুক্ত করা যায়নি, এ ছাড়া বাকি ৬২টি ব্লগ সঙ্কলনে স্থান পেয়েছে।
মা দিবসে প্রকাশিত ব্লগ সমুহের সূচিপত্র থেকে ই-বুক আকারে ব্লগ সঙ্কলন প্রকাশের প্রথম উদ্যোক্তা হিসেবে ব্লগার ইশতিয়াক আহমেদকে জানাই অভিনন্দন। সঙ্কলন প্রকাশের বিভিন্ন ধাপে আমাকে সহায়তা প্রদান করেছেন একলব্যের পুনর্জন্ম, নুশেরা, তনুজা, কাক ভুষুন্ডি, কাঁকন সহ আরও কয়েকজন ব্লগার। তাদের প্রতি কৃতজ্ঞতা। সূচিপত্র ব্লগটি স্টিকি করা ও সঙ্কলন প্রকাশে অনুপ্রেরণা প্রদানের জন্য জানা’কে ধন্যবাদ। সামহয়ারইন ব্লগের সকল ব্লগার ও পাঠকের কাছে আমি ঋণী তাদের অকুণ্ঠ সমর্থন ও ভালবাসার জন্যে। মাতৃভাষায় ব্লগিং করার এই চমৎকার সুযোগটি করে দেয়ার জন্য সামহোয়্যার ইন ব্লগ কতৃপক্ষকে ধন্যবাদ জানাই।
সামহোয়্যার ইন ব্লগের এই ব্লগ সঙ্কলনটি উৎসর্গ করলাম পৃথিবীর সকল মা’কে।
ধন্যবাদ সবাইকে,
~স্বপ্নজয়~
পিডিএফ (৬.০৩ মেগাবাইট) অথবা জিপ ফাইল (৫.৪১ মেগাবাইট) আকারে ডাউনলোড করুন এই লিঙ্কটি থেকে।