সম্ভবত সম্ভাবনা হাতের মুঠোয় ফসকালে,
জলের আগুন জ্বলবে দ্বিগুণ জল পেলে!
হচ্ছে ভীষণ শব্দ দূষণ বাড়ছে কেবল কথার কথা
বুক পাঁজরে অগোচরে জমছে কেবল ব্যথার ব্যথা!
লেখবো কি আর ভাববো কি আর কাব্যমালা কাগজে
কোন সে পাপে অল্প তাপে পাথর গলে মগজে!
ছায়াতলে কায়া পেলেই মানুষ মায়ার বন্ধন
চোখের জলে হাসতে গেলেই নাম বল তার ক্রন্দন!
ফিরবে কবে ভিড়বে কবে মানুষ পরম আত্মায়
দু'চোখ জানে দোযখ মানে এই পৃথিবীর সত্তায়!
বেলা শেষ খেলা শেষ জীবন তখন উল্টো রথ
জন্ম মানেই একটি শপথ হাঁটছে ধরে মৃত্যুপথ।।
- স্বপ্ন
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৪