বিরহ অনলে ছাই হয়ে নিরর্থক পুড়ে যাওয়ার কোন মানে নেই
নব বসন্তের আগমন তরে হলুদ পাতার ঝরে যেতে হয়।
বিজ্ঞান নয় যাপিত জীবনের গরল নির্যাস চুষে,
জীবন বাবুও জেনেছে নক্ষত্রের হয় ক্ষয়!
নিখোঁজের কোন সাংকেতিক চিহ্ন থাকেনা,
বিদায়ের থাকেনা যেমন মৃত্যু শোক!
বিরহের দুর্ভেদ্য দেয়াল ভেদ করতে পারেনা আত্মকেন্দ্রিক অভিমান!
কতটা আর গুটিয়ে নেবো নিজেকে
ঠিক কতটা তলিয়ে দেখবো নিজের ভেতর নিজেকে!
আপেক্ষিক সুখের অতলেই রয়
দুঃখের হাপরে একটা হৃদয়।
সাংকেতিক চিহ্ন নয়
পিছুটান শোক নয়
আর কোন কথা নয়
আর কোন ব্যথা নয়
বিবাগি হাওয়া দিয়েছে প্রশ্রয়
হলুদ পাতা ঝরে যাও হয়েছে সময়।।
- স্বপ্ন