এতোটা অপচয়
জন্মের কাছে জীবনের এতো ক্ষয়,
তাবৎ হিসেব কষে শেষে শুধুই পরাজয়।।
কত কত দিন
স্মৃতির কাছেই জমে থাকে ঋণ,
আরও কিছুদিন
নিরস কাব্যহীন,
এভাবে আর কতদিন?
অনুশোচনাহীন বিশ্বাসী ভুল
আচমকা ঝড়ে ঝরে যায় ফুল,
আজকাল লিখছিনা কিছু কবিতায়।
দাউদাউ দাবানল গহীন গভীরে
পুড়ে যাওয়া ছাই কি আর পুড়ে?
তবু ব্যর্থ দহন অবিরাম বুকের চিতায়।।
একঝাক প্রশ্নেরাও নিরুপায়
যখন উত্তরহীন রাত ফিরে যায়।
কতরাত আর কতদিন
প্রশ্নবোধক শব্দ রয়ে যাবে কাব্যহীন??
জমাটবদ্ধ যত কথা,
তবু শূন্য থাক কবিতার খাতা।
অতৃপ্ত জীবনের আকুল ব্যাকুলতা
চাই আরও কিছুটা মুগ্ধতা।।
- স্বপ্ন
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫