সবাইকে ৫ম বাংলা ব্লগ ডে’র বিশেষ শুভেচ্ছা ! প্রতিবারের মত এবার আর কেন্দ্রীয় ভাবে ব্লগ ডে আয়োজন করা যায় নি পারিপ্বার্শিক নানা কারণে , তবে স্থানীয় ভাবে বিভিন্ন শহরের পাশাপাশি ঢাকার মিরপুরে বসবাস কারী কিছু ব্লগার মিরপুরে ব্লগ দিবস উদযাপনের প্রস্তুতি নেয় , আমরা যারা অংশ নিতে গিয়েছিলাম তৃপ্তি নিয়েই ফিরে এসেছি ! ব্যাক্তিগতভাবে আমার জন্য চমক ছিল পরিবেশ বন্ধুর সাক্ষাৎ পাওয়া ! এর আগে সাহিত্য আড্ডায় আসি আসি বলেও বন্ধু আসেন নাই ! অনেকেই বন্ধুর সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করি সে সময় ! বন্ধুর সাথে সরাসরি আলাপচারিতার এই সুবর্ণ সুযোগ পেয়ে মাথায় আসলো আমাদের হাজারো প্রশ্ন নিয়ে বন্ধুর একটি সাক্ষাৎকার নিলে কেমন হয় , সাথে সাথে শেয়ার করলাম পাশে থাকা ব্লগার খাটাস এবং ব্লগার জনাব মাহাবুবের সাথে! এই দুইজনের সাহস পেয়ে বন্ধুকে বলা মাত্রই উনি স্বতস্পূর্ত ভাবে আমদের সাথে কথা বলেছেন! বেশীরভাগ কথোপকথন আমার এবং পরিবেশ বন্ধুর , মাঝে মাঝে দুই একটি প্রশ্ন করে আমাকে সাহায্য করেছেন উল্লেখিত দুইজন !
ভিডিও ক্লিপ তিনটা আমার মোবাইলে নেয়া তথাপি পরিষ্কার এসেছে , আপনাদের বুঝার স্বার্থে ডায়লগ গুলো আমি লিখে দিচ্ছি , তবে এই ভিডিও তিনটা( ১০ মিনিট , ৮ মিনিট এবং স্বরচিত গান ২ মিনিট ) যদি না দেখেন তবে মনে রাখবেন মিস করেছেন বিশাল কিছু !
আর দেরী না করে চলে যাই ঐতিহাসিক সাক্ষাৎকারেঃ
(উনি কথা বলছিলেন নিজে নিজে )
জনাব মাহাবুবঃ আপনার অফিসে তো কয়েকজন কম্পিউটার ইঞ্জিনিয়ার আছেন ?
বন্ধুঃ জ্বি আছেন !
আমিঃ আপনার অফিস কোথায়?
বন্ধুঃ আমার দেশের বাড়ি...
আমিঃ না না , অফিস অফিস ?
বন্ধুঃ ডিওএইচএস এ !
আমিঃ আপনার ব্লগ নিক “পরিবেশ বন্ধু “ নেয়ার কারণ টা কি?
বন্ধুঃ পরিবেশ শব্দের অর্থ ...একদিক দিয়ে সব , পরিবেশ বান্ধব গাছ , পরিবেশ বান্ধব সমাজ ,পরিবেশ বান্ধব অল সোসাইটি মেইন্টেইন এন্ড ...... এই সব কারনে আমার নাম টা নেয়া।
জনাব মাহাবুবঃ পরিচ্ছন্নতার পক্ষে আপনি এই জন্য আপনি পরিবেশ বন্ধু?
বন্ধু মাথা নেড়ে সম্মতি দিয়েছেন!
আমিঃ আপনি সব রকম ময়লা , পরিবেশের ময়লা , সমাজের ময়লা, রাজনীতির ময়লা সব বাদ দিতে চাচ্ছেন ? এই জন্য আপনার পদক্ষেপ গুলা কি কি ?
বন্ধুঃ আমি অনেক দিন যাবত সামাজিক কর্মকান্ডে আমি ছিলাম , আমার এলাকায় সাত কিলো রাস্তায় গাছ লাগিয়েছি ওটা আমার অবদান , শুধু তাই না তেল –গ্যাস রক্ষা কমিটিতে আমি ছিলাম , সুন্দরবন রক্ষা কাজে আমি কাজ করেছি , টিপাইমুখি ভাধ :p এর ব্যাপারেও আমি প্রতিবাদী ছিলাম , এক কথায় পরিবেশের সব কাজে আমি ছিলাম!
আমিঃ মানে আপনি পরিবেশ সংক্রান্ত সব কিছুর ব্যাপারে আপনি সোচ্চার ! তা আপনি তো কবিতা লিখেন – গল্প লিখেন! এগুলা কি প্রতিদিন ই লিখেন ,রুটিন করে (উনি মাথা নেড়েছেন ) , মানে আপনার নেশার মত হয়ে গেছে (উনি আরো জোড়ালো ভাবে মাথা নেড়েছেন )
তাছাড়া উনি কত বছর ধরে লিখালিখি করেন , কখন লিখেন , ওনার যেই পোষ্টের কারণে উনি মডু সাবধান পোষ্ট লিখেছিলেন সেই পোষ্ট টি কি ছিল ? উনি কিভাবে সামুতে এলেন , তার বন্ধু শরৎ বাবুর মাধ্যমে , এবং ব্লগে গালাগালি দূর করতে জোড়ালো ভূমিকাও নাকি উনি পালন করেছেন ! এসব নিজের চোখে দেখতে বন্ধুর মুষ্টিবদ্ধ হাতের নাড়াচাড়া সহ দেখতে নীচের ভিডিও টি দেখেন ! দুঃখজনক ভাবে ১০ মিনিটের পরে আমার ফোনে আর রেকর্ড হয় নি , যেখানে আমি তাকে তার একনিষ্ট ভক্ত আমাদের প্রিয় লুল হেক্টরের কথা জিজ্ঞেস করেছিলাম এবং উনি জানিয়েছেন হেক্টরকে সময় দিতে রাজি আছেন ! ব্লগে তার প্রিয় লেখকের কথা জিজ্ঞেস করাতে উনি জানিয়েছেন হূমায়ুন আহমেদ , জাফর ইকবাল , আনিসুল হকের কথা ! আমি বললাম ভাইয়া ওনারা তো ব্লগে লিখেন না , উনি বললেন যে জাফর ইকবাল স্যার নাকি সামুতে লিখেন , ঐ যে লিসানী


একজন আরমান তার স্বভাবসুলব ভাবে জিজ্ঞেস করেছিলেন কবি হবার জন্য ছ্যাকা খাওয়ার প্রয়োজন আছে নাকি?
এই প্রশ্নের জবাব পাবেন দ্বিতীয় ভিডিও টিতে !
প্রথম ক্লিপঃ
দ্বিতীয় ক্লিপে উনি একজন আরমানের প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজেকে কবি নজরুলের সাথে তুলনা করেন , উনি ক্লাস পোর-ফাইভ থেকে কবিতা লিখার জন্য সহযদ্ধা হিসেবে পেয়েছেন তার পরিবারকে , মডু সাবধান ওই ঐতিহাসিক পোষ্ট সম্পর্কে উনি এবার নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন এবং তারপর মডুদের ওনার সাথে যোগাযোগের হিড়িক , উনি ব্লগ ছেড়ে দিতে চাওয়ায় চারপাশের সমবেদনার কথা জানিয়েছেন , উনি নিজেই ব্লগ বানান ... কিভাবে ? জানতে নিচের ভিডিও টি দেখুন ( ৮ মিনিট )
দ্বিতীয় ক্লিপঃ
সবশেষে ওনাকে অনুরোধ করা মাত্র উনি নিজের কবিতার খাতা খুলে স্বরচিত গান টি গেয়ে শোনান ! সেই এই ঐতিহাসিক মুহুর্ত !
গান টি শুনুনঃ
গানের ক্লিপঃ
পরিশেষে আমি স্নিগ্ধ শোভনকে ধন্যবাদ জানবো পরিবেশ বন্ধুকে নিয়ে আসার জন্য !
তবে যেটা মনে হয়েছে উনি অতি মাত্রায় সহজ সরল একটা মানুষ , নিজের অজান্তেই উনি সবাইকে বিনুদুন দিয়ে যাচ্ছেন ! উনি অনেক বড় বড় স্বপ্ন দেখেন যেটা আমাদের অনেকের পক্ষেই ভাবা যায়না !
উনি সামুতে থেকে যাবেন মরণের আগ পর্যন্ত ,আমাদের সবার জন্য !
সবাইকে ব্লগ ডের শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন সামুর ২ লক্ষ ব্লগারই ওনার পরিবার , বন্ধু !
আমিও একই বার্তা ই দিতে চাই , হ্যাপি ব্লগিং !