নিদ্রাঘোরে ক্লান্তি যেমন , ঘুমাভাঙ্গা ভোরে ক্লান্তি তেমনই !
এই শরতের অন্যমনস্কতা পাখির ডানায় , মেঘের ভেলায় ,শুভ্র নীলে।
আমাদের এই শহরের আকাশের নীলগুলো আজকাল নির্লিপ্ত ,
এই শহরের কোন উঠোনে কিশোরী হয়তো শখ করেই শিউলি ফুলে
স্বপ্ন বুনেছে , স্বপ্ন বুনেছে শরতের নীলে।
স্বপ্নগুলো শুভ্র
কখনো শুভ্র নীল আকাশ , কখনো শুভ্র কাশফুল।
গতবর্ষার সুবাস
এই শরতের শুভ্রতা
নীল – নীলাম্বর – নীলাঞ্জনা!
গতবর্ষার বৃষ্টিছায়া
এই শরতের স্নিগ্ধছায়া
শিউলী সুভাষে – কাশফুলের নগ্নছোয়া!
এলোকেশী কিশোরীর বিকেলের ছাদে ধরা দেয় ,আকাশের নীল আর সাদায় খেই হারিয়ে ফেলা পথভোলা পাখির দল ।
কাশফুলের স্নিগ্ধতায় , শিউলী সুবাসে, স্তব্ধ নীলে উড়ন্ত সাদার মুগ্ধতায়
স্নিগ্ধ শরতের, সেপ্টেম্বরের কাব্যিক ভ্রমণে স্বাগতম !
০১ লা সেপ্টেম্বরঃ
*প্রেয়সী-সন্ধ্যা এবং আমি। - অনির্বাণ প্রহর
*তারপর - এলিজা আজাদ
* বুক-অ্যাকোরিয়াম - আনজির
০২ রা সেপ্টেম্বরঃ
*জলপাখি ও ঢেউকন্যা আর বৃহৎ পূর্ণিমা - অদৃশ্য
* ♣।।---নির্জন নির্লজ্জতায় নগ্নতা!---।।♣ - দিকভ্রান্ত*পথিক
*দেয়ালিকা - স্নিগ্ধ শোভন
*নিরুপায় যন্ত্রণা... - সুপান্থ সুরাহী
০৩ রা সেপ্টেম্বরঃ
* মৃত্যু হও আমার। - অনির্বাণ প্রহর
* পূর্বাভাস - শাহেদ খান
* ত্রি - আহমেদ আলাউদ্দিন
০৪ ঠা সেপ্টেম্বরঃ
* প্রেম-অপ্রেমের কতিপয় লাইন - আশরাফুল ইসলাম দূর্জয়
* হঠাৎ করে বদলে যাবে - ডি মুন
* কাগজের ঝুড়ি থেকে কতিপয় শব্দের বৃথা আস্ফালন - বোকামন
* তাই নতজানু হয়ে ফিরে এলাম তোমার দ্বারে!! - রাইসুল নয়ন
* আবার কবে সূর্য হয়ে,- আবার কবে ডাকবি? - ৎঁৎঁৎঁ
০৫ ই সেপ্টেম্বরঃ
* মায়া - নাজমুল হাসান মজুমদার
* রাতের সহবাসে ভোরের জন্ম .... - ভিয়েনাস
মানুষ ও কবিতা অবিচ্ছেদ্য। মানুষ থাকলে বুঝতে হবে কবিতা আছে : কবিতা থাকলে বুঝতে হবে মানুষ আছে। - হুমায়ূন আজাদ।
০৬ ই সেপ্টেম্বরঃ
* তুমিহীন - সায়েম মুন
* অর্থহীন নিগূঢ় প্রলাপ - ডি মুন
০৭ ই সেপ্টেম্বরঃ
* যদি আসতে - সেলিম আনোয়ার
*♣।।---কবিরা ঘৃণায় বাঁচো, ঘৃণায় মরো!---।।♣ - দিকভ্রান্ত*পথিক
*অজ্ঞেয় -
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
* মেঘ বালিকা...............। - রোেক্য়া ইসলাম
* এই মধ্যরাত, এই মৃতশামুকের দাগ - ফকির ইলিয়াস
০৮ ই সেপ্টেম্বরঃ
* দ্যাখো এবং আমাকে দ্যাখাও - মাসুম আহমদ ১৪
* "ফেলানীর স্বপ্ন পূরণ !!" - মুশি সন্ধ্যাতারা
* চিঠি - শাহীদুল
০৯ ই সেপ্টেম্বরঃ
* চিকিৎসাবিজ্ঞানের কবিতা - গেন্দু মিয়া
* মানিক জোড় - সঙ্গীতা৬৬৬৬৬৬
* স্বপ্ন পোড়া - রিমঝিম বর্ষা
* অসভ্য - একজন আরমান
* শব্দশোক, প্রেম এবং অন্ধকার - সোনালী ডানার চিল
* মিথ বা বর্তমান - কুহক'
* ♣পদ্য পাতা : বিবেকের সামনে দাঁড়াও ! / হারিয়ে যাওয়া কেউ !♣ - আরজুপনি
১০ ই সেপ্টেম্বরঃ
* উৎসবে পুঁষে রাখি বেদনার চাবি - আহসান জামান
* তারপর নাহয়! - মর্তুজা হাসান সৈকত
* ওদের পোষা কুকুরও নাকি সকালে স্যান্ডুইচ খায়? - রাইসুল নয়ন
* গভীরতা - বিষাদ আব্দুল্লাহ
* কবিতাঃ সিঁড়ি - টেস্টিং সল্ট
“ এদেশের বুকে আঠারো আসুক নেমে॥ ”—সুকান্ত ভট্টাচার্য্য।
১১ ই সেপ্টেম্বরঃ
* বুক প্রশ্বস্ত করে শ্বাস নাও - সায়েম মুন
* তুই না হয়! - ঈপ্সিতা চৌধুরী
১২ ই সেপ্টেম্বরঃ
* মনপাখির সংসার - হৃদয় রিয়াজ
* শুচিতাকে লেখা প্রথম ও
শেষ চিঠি - স্বপ্নচারী গ্রানমা
১৩ ই সেপ্টেম্বরঃ
* কল্যাণী ও অভিমানী সায়ানাইড - কান্ডারী অথর্ব
* কবি - ৎঁৎঁৎঁ
* চড়ুই চড়ুই ভালোবাসা!! - বটবৃক্ষ~
* অভিমান - মাহামুদুল হাসান লেলিন
১৪ ই সেপ্টেম্বরঃ
* ষাণ্মাসিক পৃষ্ঠা এবঙ... - আহমেদ আলাউদ্দিন
* তন্দ্রাচ্ছন্ন থেকে; তন্দ্রা কেটে গ্যালে।। - ইনকগনিটো
* রোগবিকেলের ইতিহাস - রেজওয়ান মাহবুব তানিম
* নেপথ্যের প্রনয় গালিচা - মাহতাব সমুদ্র
* রোমন্থন....... - রহস্যময়ী কন্যা
১৫ ই সেপ্টেম্বরঃ
* মুক্তকথাঃ জন্মক্ষণ হাতড়ে দেখি জন্ম আর মৃত্যুর সীমানা রেখা মুছে গিয়ে বাতাসে ভেসে যাচ্ছে কাফন পরিহিত কবুতর - প্লিওসিন অথবা গ্লসিয়ার
* প্রথম দ্বিতীয় অথবা শেষ জীবনের সম্ভাবনা ... - ভিয়েনাস
* কোনো অলীক প্রাপ্তী... - মিথিলা মাহমুদ
* জেগে ওঠে ঘুমন্ত ডাহুক শতাব্দির নিদ্রা শেষে - মুনসী১৬১২
* দেয়ালে হেলান দেয়া সন্ধ্যায় - স্বদেশ হাসনাইন
“ চিন্তা কর বেশি, বল অল্প এবং লেখ তার চেয়েও কম॥ ”—জন রে।
১৬ ই সেপ্টেম্বরঃ
* কবিতাঃএমনই এক ভোরের শুভ্রতায় আমি নারী হবো! - টুম্পা মনি
* এমোন করে হয়না ........ - আহমেদ জী এস
* জ্যোৎস্না - ইখতামিন
* উন্মাদনা, আকুলতা ও বিষাদ - একজন আরমান
* অনুভবে বিবর্ণ - কানিজ ফাতেমা
১৭ ই সেপ্টেম্বরঃ
* '' শুভ্র আঁধার '' - শাপলা নেফারতিথী
* তুমিহীনা আমার সময় - রাধাচূড়া ফুল
* ইতস্তত হসন্তিকা - বোকামন
* অর্থহীন - সায়েম মুন
১৮ ই সেপ্টেম্বরঃ
*পুনর্বিচার - প্লাবণ ইমদাদ
* আবির্ভাব (কবিতা গোত্রীয়) - ইউর হাইনেস
১৯ শে সেপ্টেম্বরঃ
*অন্য হাওয়া - অনিরুদ্ধ রহমান
*অ-বাছাই প্রকাশ কিংবা শূন্য করন। - আশরাফুল ইসলাম দূর্জয়
*শেষ হাইপারড্রাইভের পরে (একটি সাইন্সফিকশন কাব্য) - বোকা মানুষ বলতে চায়
২০ শে সেপ্টেম্বরঃ
* ঘাসফড়িঙের ডানায় ঠিকানাবিহীন ডাকটিকিট - আদনান শাহ্িরয়ার
* নির্বিকার অর্কিড - অন্যমনস্ক শরৎ
* বিষ - নির্বাসন এ একা
* আজ জোছনা নামুক চোখের পাতায় - মুনসী১৬১২
* প্রতিজ্ঞা, প্রতীক্ষা ও সাতটি অমরাবতী - আমি ময়ূরাক্ষী
“ যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালো ভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে॥ ”
—ফ্রান্সিস বেকন।
২১ শে সেপ্টেম্বরঃ
*প্রলাপ-০১ - দংশিত বিবেক
*এক-বন-বৃক্ষ - অ রণ্য
২২ শে সেপ্টেম্বরঃ
* অমানিশার সন্ধানে - অদৃশ্য
* প্রেমের রূপ; গন্ধ; রস! - শ্যামল জাহির
* মনুষ্যত্ব - নির্বাসন এ একা
* নিষিদ্ধ সংলাপ - নেক্সাস
২৩ শে সেপ্টেম্বরঃ
* সপ্তক সুন্দর সর্বনাশ - ৎঁৎঁৎঁ
* আগমনি - সেলিম আনোয়ার
* দুঃখের উত্তরাধিকার… - স্বপ্নচারী গ্রানমা
* জোছনা আর নীলের কবিতা - মেঘপিয়ন
২৪ শে সেপ্টেম্বরঃ
* কোন এক ধ্রুপদী - শাহরিয়ার নীল
* শুভদৃষ্টি - ধুলাবালি
* শরবিদ্ধ হরিণীর মায়াবী চোখে অশ্রুসিক্ত ঘৃণা - অনিন্দ্য অন্তর অপু
২৫ শে সেপ্টেম্বরঃ
* বিপরীতায়ন - আশরাফুল ইসলাম দূর্জয়
* সেই শব্দ... - গুনাহগার
* সুনি তা, সুনি তা এই সুনিতা - ডট কম ০০৯
* প্রলাপ - সন্ধি পালোয়ান
“ Anything you can imagine is real. ”
—Pablo Picasso.
২৬ শে সেপ্টেম্বরঃ
* ইদানীং জীবনযাপন - অদ্রি অপূর্ব
* উত্তাল স্লোগান এবং আমার নষ্টালজিক পতাকা - ভাঙ্গা কলমের আঁচড়
* শূন্যতার যৌথখামার - আট বছর আগের এক দিন
২৭ শে সেপ্টেম্বরঃ
* কল্পনা (অনু কবিতা) - মোঃ সাইফুল ইসলাম সজীব
* তখন আমিও ইশ্বর সাজি - সেভেন
* অন্ধকার থেকে এসেছি, অন্ধকারেই ফিরে যাব - মিশু মিলন
* ভালোবাসার দোলাচলে আগুন এবং নদী - সুলতানা শিরীন সাজি
* ভ্রান্তি/ - তানিয়া হাসান খান
২৮ শে সেপ্টেম্বরঃ
*আকাশের আড়ালে আকাশ..... - মেঘরোদ্দুর
* কী কথা তাহার সাথে? তার সাথে! (ত্রয়ী) - শাহেদ খান
*বেড়ালতমা, তোকে... - দি ফ্লাইং ডাচম্যান
২৯ শে সেপ্টেম্বরঃ
* রাতের প্রলাপ - অনাহূত
* পিনিক পাখি! - রাজসোহান
* এ আমার পরাজয়ের মানচিত্র! - টুম্পা মনি
* অস্থির জাগরণ - অপর্ণা মম্ময়
৩০ শে সেপ্টেম্বরঃ
* এ হাতে সমর্পিত করো জীবন - মেহেদী আনডিফাইন্ড
* কবিতার শহরে যে পাতায় কবিদ্বয় ঘুমায় -সোনালী ডানার চিল
* ঋজুরেখ বুদ্ধিমাত্রা - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
* কানামাছি - আহমেদ আলাউদ্দিন
* আজকাল শহরে বড় অস্থিরতা... - মাহী ফ্লোরা
* মহীনের ঘোড়াগুলি (ত্রয়ী) - শাহেদ খান
“ The only good is knowledge and the only evil is ignorance. ”
—Socrates.
একজন আরমান ও কান্ডারী অথর্ব এর হাত ধরে চলতে শুরু করা কাব্যিক ভ্রমণের সেপ্টেম্বরের কবিতা , গদ্যকাব্য সংকলিত হয়েছে সংকলকের পছন্দের ভিত্তিতে !
ভুলে গেলে চলবেনা , সংকলক ও মানুষ এবং তিনি দিনে দু ঘন্টা ব্লগে থাকেন , তাই কোন ভালো কবিতা বাদ থেকে গেলে কমেন্টে তার ছায়া রেখে গেলে সংকলক গিয়ে নিয়ে আসবে ! ঘাসফড়িং ব্লগার মাননীয় মন্ত্রী মহোদয় এবং তার ইন্টারনেট কানেকশন সুস্থ হয়ে ফিরে এসে আবারো প্রচ্ছদে হাত দিয়েছেন !
সবাইকে শরতের সত্য , সুন্দর , বিশুদ্ধ শুভেচ্ছা।
হ্যাপি ব্লগিং !