সোনালী সূর্যটা প্রতিদিনই পূব আকাশ থেকে হেসে ওঠে, কিন্তু হাসিটাও আজ মলিন হয়ে উঠেছে। এখন হাসার জন্য হাসা হয়না, বাচাঁর জন্য হাসা হয়। যখন নিছক এ অজুহাতের মৃত্যু ঘটবে তখন হয়ত মুখের রেখার বিস্তৃত হওয়ার চিত্র ও মানুষ ভুলে বসবে।।
মহাকালের এই মহা মঞ্চে অভিনেতা হওয়াটা বাঞ্ছনীয়। তবে এক্ষেত্রে সফলতা শতভাগ বলা যায়। অভিনয়টা নেহাৎ খারাপ নয়। করে যাও যত দিন ঝুলে আছো, যখনই ঝরবে তখনি যবনিকা পতন হবে।
বদলে যাওয়ার মিছিলে বড্য সে কেলেই রয়ে aaগেলে তুমি। তাই তো মহাকাল তোমাকে ছাড়াই এগুতো চায় । তুমি ভেবোনা তোমার অপেক্ষায় জাতি অপেক্ষমান। না, তুমি কোন বীর নও। নিছক তুমি, তোমাতে মহাবিশ্ব
বিস্মিত হয় না।। কীটের চেও জঘন্য তুমি। তুমি নিপাত যাও, নিঃস্ব হয়ে যাও, ধ্বংস হয়ে যাও ।
সোনালী সূর্য, গোধুলী বেলা, মিটিমিটি তারা কিংবা জোছনা ধারা কোন কিছুই তোমার জন্যে নয়। যদি মনে করো তুমি এর অংশীার তবে বোকার নরকের বাদশা তুমি।
ধরা তোমার অস্তিত্ব বিলীন হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে। তুমি অতীরঞ্জিত নরকবাসী। পুষ্প তোমার জন্য ফোটে না, তেমনি ধরাও তোমাকে ধারণ করে না। ধরাকে নোংরা করার প্রাশ্চিত্ত তোমাকে করতে হবে, এর ফলাফলও তোমাকেই ভোগ করতে হবে।।
"আমি অপার হয়ে বসে আছি, ওগো দয়াময়, ওপারে লয়ে যাও আমায়".......