চুরির দায়ে হত্যা..
খবরটা কিন্তু খারাপ না, শুনতে ভালো শুনায়। তবে খারাপ লাগে তখনই যখন শুনতে হয় রাজন নামের ১৩ বছর বয়সী এক বালককে ভ্যান চুরির দায়ে হত্যা করা হয়!
কিন্তু এখানে যদি রাজন না হয়ে পুকুর চুরির দায়ে কোন বড় আমলা কিংবা প্রশাসনের কাউকে হত্যা করা হতো তাহলে হয়ত দেশের মানুষ কষ্ট না পেয়ে খুশিই হতো।।
তবে একটা কথা আছে না, তুই ছোট তুই তো মার খাবিই।। তাই রাজন আজ এই নির্মমতার শিকার। তবে ব্যাপার না, আমি আপনিও বড় বড় আমলা কিংবা নেতাদের কাছে নিত্যান্তই ছোট শিশু। আর আমাদেরকেও এভাবেই তাদের শিকার হতে হবে।।
এইতো কিছুদিন গেলো, মুক্তিযোদ্ধাটি এক বুক অভিমান নিয়েই চলে গেলো। কি করবেন আপনি ? মানব বন্ধন ?? উহু, সরকারের বাপের সম্পত্তি এই দেশ। টিএসসির ঘটনার কথা তো ভুলি নাই, ভুলি নাই মানব বন্ধনের ওপর পুলিশ ওরফে সন্ত্রাসীদের হামলার কথাও।।
দেশে অঘটন ঘটে, আর আমাদের মন্ত্রীরা এটা নিয়ে ট্রোল বানায়। বাহ বাহ, ইন্টার্টেইনমেন্ট বলেও তো কিছু ব্যাপার আছে।। আর জনপ্রিয়তা পাবার সবচে সহজ উপায়ই তো হচ্ছে ইন্টার্টেইনমেন্ট।।
রাজনের হত্যার বিচার নিয়ে দেশের মানুষের মধ্যে যে রকম একটা আগ্রহ দেখলাম খুব ভালো লাগলো। আসেন না এভাবে সকল অন্যায় এর বিরেদ্ধেই প্রতিবাদ করি। হয়ত অন্যায়গুলো একদিনে কমবে না, তবে তবে আসতে আসতে ঠিকই একসময় কমে যাবে, অনেক কমে যাবে।
আর প্রতিবাদের শুরুটা না হয় আপনি আমিই করি..