সাধারণত শিক্ষার অভাবে মানুষের নৈতিক গুনাবলিগুলোর বিকাশ ঘটে না । আর নৈতিকতার যখন অবক্ষয় ঘটে তখন আশেপাশে অনেক অনাকাঙ্খিত ঘটনাই ঘটতে থাকে ।
কিন্তু জাতি হিসেবে আমরা কি অশিক্ষিত ?? আমার তো মনে হয় না । অন্তত পক্ষে বর্তমান যুব সমাজে কারো মাঝে শিক্ষার ছোয়া লাগেনি এমনটা আমি বিশ্বাস করি না। তাহলে তাদের মাঝে নৈতিকতার বিকাশ কেন ঘটছে না ?? সমস্যা কি আমাদের শিক্ষা ব্যবস্থায়..?
শিক্ষাবিদ মোতাহার হোসেন চৌধুরী'র মতে,
"শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি"
নববর্ষের মতো উৎসবের দিনেও যদি এরকম পরিস্থিতি দেখতে হয় তাহলে তো বলবো আমাদের শিক্ষা ব্যবস্থা শুধু জ্ঞান ই পরিবেশন করে যাচ্ছে কিন্তু মূল্যবোধ সৃষ্টি করতে পারছে না ।
কেউ আমাদের অসভ্য মূর্খ জাতি বললে এতটা খারাপ লাগে না যতটা লাগে অসভ্য শিক্ষিত জাতি বললে ।
সকল সমালোচনা শেষে একটাই দাবি, এই প্রযুক্তি, ডি এস এল আর এর যুগে তাদের যেনো খুজে বের করে শাস্তি দেওয়া হয়।
বাঙ্গালী যাতে তাদের একমাত্র অসামপ্রদায়িক উৎসবটা কলঙ্কহীন ভাবে পালন করতে পারে ।