অভিশাপ এদেশের আগুন কে
যে আগুন পোড়ায় শুধু গরীরকে
পুড়িয়ে অঙ্গার করে বাস চালক থেকে শিশুকে
পুড়িয়ে ছাই করে,
ছাই করে বিলিয়ে দে, দোকানির সব স্বপ্নকে
লালশাড়ির নতুন যুবতীকে,
মায়ের কোলের ঘুমন্ত শিশুকে
অভিশাপ এদেশের আগুনকে
যে আগুন সিন্ডিকেটের গোডাউন পরিদর্শনে যায় না,
অভিশাপ তোমায়,
অভিশাপ তোমার তেজদীপ্ত লেলিন শিখাকে
যার শিখা কখনও স্পর্শ করেনি কারুকার্যময় ইন্টেরিয়র কে,
অটোবির ফার্নিচারকে, থাই টাইলস কে
মখমলের শাড়িকে।
অভিশাপ তোমায়,
তোমার পৌরুষত্বহীন উজ্জ্বলতাকে
যে আগুন চেনে না ধানমন্ডি থেকে বঙ্গভবনকে
(চলমান)