আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় , পাহাড়গুলো সব ভারতের সীমানায়

শান্ত সিগ্ধ সারি নদী

নদী পারাপার

নিস্তব্ধ সৌন্দয্য


আলো ও ছায়া



নীল সারি


নৌকায় বসে মিষ্টি হাওয়ার আর সন্ধার আলোতে সবকিছু কেমন যেন অপার্থিব মনে হচ্ছিল




হঠাৎ কোথায় থেকে যেন একপাল মহিষ এসে হাজির । পটাপট বাধ্য ছেলের মত নদী পার হওয়ার জন্য সাঁতার কাটা শুরু করল ।




জাফলং: বাংলাদেশের সুন্দরতম স্থানগুলোর একটি

সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৩