২০১২ সালের প্রথম দিকে আমি পবিত্র ওমরা হজ্বের উদ্দেশ্যে মক্কা ও মদীনাতে গিয়েছিলাম । প্রথমেই মহান আল্লাহ্ পাককে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি আমার মত একজন সাধারন ব্যাক্তিকে তিন তিন বার তার পবিত্র স্থান গুলো দর্শন করার সুযোগ করে দিয়েছিলেন ।
আয়শা মসজিদ । ( মক্কা )
আরাফাতের ময়দান । (মক্কা)
(জাবাল-এ রহমত ) রহমতের পাহাড় । (মক্কা)
(জাবাল-এ রহমত ) রহমতের পাহাড় । (মক্কা)
মীণা । যেখানে শয়তানকে পাথড় ছুড়া হয় । (মক্কা)
মীণা । যেখানে শয়তানকে পাথড় ছুড়া হয় । (মক্কা)
উহুদের ময়দানে লসলামী বীর যোদ্ধা হযরত আমীর হামজা (রা এর কবর ।(মদীনা)
উহুদের পাহাড়। (মদীনা)
ইসলামী বীর যোদ্ধা হযরত আমীর হামজা ( রাঃ ) এর কবর । (মদীনা)
পাথরটি একটি মাছের প্রতীক ।
পাথরটি একটি মাছের প্রতীক ।
পাথরটির নিচের অংশ , যেখানে একজন নবীর হাতের আঙ্গুলির ছাপ দেখা যাচ্ছে । (মক্কা)
মুসদালিফায় এসে নবী ( সা: ) এখানে বসে বিশ্রাম নিতেন । (মক্কা)
মুসদালিফা ।
আরো কিছু ছবি আছে যেগুলো এখন আর দিতে পারলাম না । সময় মত আবার দিব ইনসাল্লাহ !
পোস্টে যদি কোন ভুল হয়ে থাকে তবে দেখিয়ে দিবেন । পরে এডিট করে দিব ।
সময় সংকির্ণতার কারনে সবগুলো ছবি একসাথে পোস্ট করতে পারছি না । সামান্য কিছু ছবি চার ধাপে দিতে হচ্ছে । স্ত ব্যাস্ততার মাঝেও পোস্ট করলাম ।
সবাইকে অনেক ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১২ রাত ৩:২৫