জ্যামিতিক এই ভালবাসার যুগে
আমার মধ্যে নতুন এক বোধের জন্ম নেয় ।
নিজের বৃত্তের মধ্যে বন্দী আমি
বৃত্ত ভাঙার বৃথা চেষ্টা করি ।
তোমার সমীকরণ আর আমার সমীকরণে বড্ড গরমিল ,
সরল রেখায় তোমার গতি সীমানা ছাড়িয়ে যায়
আমি তোমার সমান্তরাল হয়েই রই ।
নিয়মের বলয়ে বসে আমরা একটা আকাশ দেখতে চেয়েছিলাম ,
আসলে সেটা ছিল আমাদের কল্পনার বাড়াবাড়ি ।
তোমার দুনিয়া থেকে আমার পৃথিবীর দূরত্ব অনেক বেশি ।
বরং সেই ভাল , তুমি তোমার আকাশের নক্ষত্র দেখ
আমি আমার আকাশের......।
জ্যামিতিক এই ভালবাসার যুগে আমার নতুন বোধের মৃত্যু হোক ।