কলকাতার সাহিত্য পত্রিকা “অন্যনিষাদ”-এ আমার “হাওয়ার গান” কবিতাটি প্রকাশিত হল। দোয়া করবেন সবাই আমার জন্য। অর্থবহ ভাল কিছু যেন লিখতে পারি।
হাওয়া’র গান
শাহরিয়ার খান শিহাব
কি আশা কর তোমরা?
কতটুকু আশা কর?
আকাঙ্ক্ষায় কি খেলা করে তোমাদের?
নাকি তোমরা স্থির স্যাঁতস্যাঁতে জলের মত?
সমাজের দানবদের ভয়ে জল হয়ে গেলে?
কতটুকু নোংরা হলে তবে!
তোমরা কুৎসিত, বীভৎস, ভয়াবহ কালো হলে।
না, গাল দিও না আমাকে।
চিন্তা কর,
গভীর ভাবে চোখ বন্ধ করে নাও।
না, প্রলোভনে ডুবে যেও না।
সাজানো আন্দোলনে জড়িয়ে যেও না।
তোমরা কি দেখছ না
বিনা আতঙ্কে তোমরা থাকতে পারো না!
তোমরা কি অনুভব করছ না
পরিত্যাক্ত হচ্ছ, পুতুল হচ্ছ, কলকাঠিতে নাঁচছো!
চিন্তা কর।
ছেড়া জগতের মানুষ বনে যেও না,
পুরুষের উৎস যেমন নারী, নারীর জন্য পুরুষ।
মানুষের জন্য সেটাই তখন ধরণী।
তোমরা কি বুকের মাঝে টের পাও না
কাপুরুষতা তোমাদের চোখ ঢেকে দিচ্ছে!
তোমরা কি খবর পাচ্ছ না
নিয়ত তোমাদের মৃত্যু চুম্বন করে যাচ্ছে!
চিন্তা কর,
গভীর ভাবে চোখ বন্ধ করে নাও।
তাকিয়ে দেখো, তারপর বল।
তোমরা কি আশা কর দেশবাসী?
এখানেও দেখতে পারেন।
http://anyanishad.blogspot.com/2014/09/blog-post_154.html