টুকরো সাক্ষর (৩)
১
যুগের পর যুগ
কিছু অসমাপ্ত প্রশস্ত হাওয়া
আকাশের গায়ে থোক থোক ঝুলে থাকে মেঘ
আর একটি ভায়োলিন
কিছু একটা বলে, নিঃশ্বাস ভারী হয়ে এলে
চোখের পাতা শান্ত হয়ে এলে
জলের মৃদু ঢেউ গুলো মিলিয়ে গেলে
পথ এঁকে রাখি আনমনে, আবার হারিয়ে যাবে বলে।
২
যদি জানতে কতটা অঘোরে কাটছে এক জীবন এই নীরবে,
এক বিকেলে কতখানি সরবে সবুজ... বাকিটুকু পড়ুন