ধুপ করে জ্বলে ওঠা আলো নিভে যায় ধুপ করে
শান্তি দেয়া ঝড়ো বাতাস চলে যায় লন্ডভন্ডে মিলায়ে।
রোজ রাতে ধাপে ধাপ দুই ধাপ তিন ধাপ করে
হয়ে যায় সিঁড়ি বেয়ে গম্ভীর আগ্নেয়গিরিতে নামা।
আরও কিছুটা দূরে তোমাদের দুনিয়া নিয়ে গেল শুধু
বিনিময় প্রথায় আঘাত নিয়ে তাই নিশ্চুপ হয়ে থাকা।
কালের পর কাল চলে যায় পলক পলকের পরে
শরীরের শিরায় শিরায় জমছে মাটি নয় সে কাঁদা।
ঈশানকোণের আলো দিয়ে আমি মিথ্যে গল্প লিখি
দেয়ালের ছায়া ধরা ভাঁজে আঁকি কারাগারের ভুল চাবি।
কি হয়! যদি ভাবা যায়? আমি রথে চড়ি নি, বাঁচতে
কখনও ভাসতে, আসিনি, হাটিনি, জন্মাইনি এই পৃথিবীতে।
সারারাত ধরে ছুটে চলে সদ্য ফোঁটা নতুন নতুন ভুল
আমি চিৎকারে জমকালো ছটফট করা মৃত্যুদূতকে খুঁজি।
আমি জমকালো ছটফট করা মৃত্যুদূতকে খুঁজি।
আমি ছটফট করা মৃত্যুদূতকে খুঁজি।
আমি মৃত্যুদূতকে খুঁজি।
মৃত্যুদূতকে খুঁজি।