হঠাৎ করেই হেলিকপ্টার অকেজো হয়ে যাওয়ায় জন এবং স্টিভ--দুই বন্ধু--সৌদি আরবের এক মরুভূমিতে অগত্যা ল্যান্ড করলেন। প্রচন্ড দাবদাহে দুজনেরই প্রাণ যাবার জোগাড়। আশেপাশে জলের কোনো চিহ্নই নেই। জন বলল, কিছু দূরেই এক মসজিদ দেখা যাচ্ছে। ওখানে গেলে খাদ্য-পানীয় মিলবে নিশ্চিত। কিন্তু আমরা তো খ্রিস্টান, আমাদের কি ঢুকতে দেবে? তারচেয়ে বরং মুসলিম পরিচয় দিয়েই ঢোকা যাক। আমার নাম হবে আহমাদ। কিন্তু স্টিভ রাজি হলো না, সে জানালো সে মিথ্যা বলতে পারবে না। তো জন তার বন্ধু স্টিভকে নিয়ে মসজিদে ঢুকল। দুপুরবেলা। গরমে ,তৃষ্ণায় দুজনেই অস্থির। জন মসজিদের ইমামকে ডেকে বললেন, আমার নাম আহমাদ, আর এ আমার বন্ধু স্টিভ, আমরা দুজনেই বড্ড ক্লান্ত। ইমাম সাহেব বললেন, এই কে কোথায় আছো, মিস্টার স্টিভকে ঠান্ডা পানি আর খাবার দাও, আর আহমাদ, ভাই আমার, রমাদানুল মুবারাক
---------
moral: কোনো অবস্থাতেই মিথ্যা বলা উচিৎ না
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪