আজকাল মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যায়। এত কিছু করছি, এত কিছু দেখছি, যদি কোন কিছুই কাজে না লাগে তবে কোন কিছুই ভাল লাগে না। ১৯৫৮ সালে স্কুল আর ৭০ এর দশকে প্রতিষ্ঠিত কলেজ ভিকারুন নিসার দিকে আজ যখন তাকাই, বুকের ভিতরে হাহাকার উঠে। আমি ১৯৯৩ সালে স্কুলটাতে ভর্তি হয়েছিলাম। সকল ভাল অভিগ্ঞতা আমার এই স্কুল থেকেই হয়েছে। ভিকারুন নিসার সুনাম শুনতে এত ভাল লাগে যে কি বলব! আজ যখন সকলের উপস্থিতি আমরা চেয়েছিলাম, আমাদের পাশে সিনি্য়রদের কেউ নেই। আজ তারা কই? তাদের মধ্যে অনেকেই ভাল ভাল প্রতিষ্ঠানে আছেন, তারা চাইলে আমাদের প্রচেষ্টাটাকে সফল করার দিকে এগিয়ে নিতে পারেন, কিন্তু আজ তারা কেউ নেই। সকলেই বলছে এটা করা উচিৎ, সেটা করা উচিৎ, কিন্তু কাজের বেলায় কাউকে কেন পাওয়া যায় না? একটা দিন আস, ৫ মিনিট থাক, আমরা এর চেয়ে বেশি কিছু তো চাওয়া নেই আমাদের।
মনে হচ্ছে যেন ২য় বার মুক্তিযুদ্ধ করতে হচ্ছে। ৬ দফা আন্দোলন হয়েছিল, পশ্চিম পাকিস্তান এর বিরুদ্ধে, আর আমরা মুক্তি চাই, এই তথাকথিত অধ্যক্ষার কবল থেকে। আমরা মুক্তি পেতে চাই। এতটুকু চাওয়া কেন তারা পূরণ করবে না? ভিকারুন নিসা স্কুলকে পঙ্গু করে কি স্বার্থ তারা পূরণ করতে চায়?
আমাকে আমার পুরানো স্কুল ফিরিয়ে দাও। আমি তোমাকে এক জন যোগ্য নাগরিক উপহার দিব।