বাবাকে মনে পড়ে প্রতিদিন
চোখবুঝে দেখি স্মৃতির অতলে অবিকল,
যেভাবে বুনো সারসের মায়াবী ছায়া দেখি
স্বচ্ছ জলের ভেতর ধ্যানমগ্ন স্থীর—
আমাদের ছোট ভুঁই ছিল—
বাবা বেগুনের গাছ লাগিয়ে অপেক্ষায় থাকতেন
ডালে ডালে বেগুন আর পাতায় টুনটুনির সংসার।
এখন ক্যামেরা হাতে পাখির পেছনে ছুটি,
টুনটুনি দেখলেই বাবার কথা ভাবি
মনে হয় বাবার পিছু পিছু দৌঁড়াচ্ছি—
দৌঁড়াতে দৌঁড়াতে একদিন দিগন্তের ওপার
বাবাকে ধরে ফেলবো—
হতে পারে কাল, এখুনি কিংবা আরো কিছুদিন!
তারপর দু'জনে পাশাপাশি শুয়ে র'ব স্মৃতিবিহীন
কেউ কাউকে হারাবো না, কেউ কাউকে খুঁজবো না
কেউ কারো পিছে দৌঁড়াবো না আর—