কেউ হেসে উঠলে
হলদে আকাশে আমি খুঁজে পাই
শুক্লা দ্বাদশীর চাঁদ ।
বিচ্ছুরিত আলোয় দেশান্তরী হয়
মন ও চিন্তার চৌহদ্দি জুড়ে যত অন্ধকার;
পৃথিবীর সব ফুল একসাথে হেসে উঠেছে,
পৃথিবীর সব তারারাও;
এই বলে আমি ঘোষনা দিতে পারি অনায়াস,
সশব্দে আকাশ বাতাস স্বাক্ষী রেখে;
নক্ষত্রের কান অবধি সে উল্লাস।
কেউ হেসে উঠলে
কামরাঙা ঠোঁটে চমকায় ভোরের শিশির,
সহস্র ঝর্ণা, নদী একসাথে নেমে আসে
সুরের সন্মিলিত কোরাস;
আমার চোখে আর জোড়া চোখ, টলটলে দীঘি-
সেখানে ভাসে হাসি মুখের পদ্ম বিলাস।
--------------
শেখ আহমেদ ফরহাদ
২৩.০৯.২০১৬/ দোহা, কাতার
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৩