বিবর্তন
ঘুমের ঘোরে মানবীয় পায়ের শব্দে আচমকা জেগে উঠি
দেখি কতগুলো বুনো বরাহের দল চঞ্চু উঁচিয়ে হেঁটে যাচ্ছে !
ভাবছি বনের জানোয়ার মানুষে বিবর্তিত হয়ে যাচ্ছে বুঝি,
নাকি মানুষই ক্রমশ বয়ে নিয়ে যাচ্ছে শুয়োরের জীবনাচার!
ভাবতে ভাবতে কখন যে চাঁদের ঠিকানায় গ্রহণের চিঠি এসেছে
কোন কিছুই টের পাইনি তাহার ।
অন্ধকার
সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে দাঁড়িয়েছি
আমরা এক অন্ধকার উপত্যকায়,
লোকেরা বলাবলি করছে এটা আমাদের স্বদেশ;
আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না,
কেননা আমার মুক্তিযোদ্ধা বাবার ডায়েরিতে
অন্ধকার বলে কোন শব্দ লিখা নেই।
নাগরিক
আমাদের কিছু বিশ্বাস চাঁদতারায়,
কিছু বিশ্বাস সীমান্তের ওপারে;
আমাদের স্বপ্ন টেবিলের তলায়
আমাদের দেশপ্রেম টনসিল আক্রান্ত গলায়।
মগজে নয়, ঠোঁটে দেশপ্রেম নিয়ে
আমরা বারবার হেরে যাই
মূর্খতার অহংকারে।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৩