কি হয়েছে আমার?
নিজেকে এমন প্রশ্ন করি শতবার-
উত্তর নেই;
কেন হৃদয় জুড়ে পুঞ্জিত হাহাকার !
খেয়ালের বসে দারুন কোন ভুলে-
নিষিদ্ধ গন্ধম খেয়েছি কি আকন্ঠ গিলে?
পাখিদের গানে
কুসুমের ঘ্রাণে
আকাশের নীলে
কোথাও নেই আমার সান্তনা;
হে ঈশ্বর !
কেন আমায় কর এত প্রবঞ্চনা?
হাঁটি-চলি-খাই সব ঠিকঠাক
তবুও যেন বেঁচে নেই-
লাশকাটা ঘরে পড়ে আছি অসাড়;
ডোমেরাও ব্যর্থ মানুষে ঘৃণা করে
তাই বুঝি বহুদিন হচ্ছেনা সৎকার?
নিজের ভুলে হৃদয়ে জালিয়ে রেখেছি ভিসুভিয়াস
আর হররোজ নিজেরে খুন করে গুম করি লাশ।
( আমার বাসা এবং অফিস কোথাও সাময়িকভাবে নেট নেই। এই অবস্থায় হঠাৎ করে লিখা কবিতা ধার করা নেট দিয়ে পোষ্টিং দিয়েছি। তাই প্রিয় বন্ধুদের কমেন্টের উত্তর দিতে কিছুটা সমস্যা হচ্ছে। সবার কাছে ক্ষমা প্রার্থী)