এখন করুন ভোর হয়
এই স্বার্থানলে পুড়ে যাওয়া গুমোট প্রান্তরে,
পূর্বাশার চিকচিকে আলোতে
শকুনের হলুদ চোখের ছায়া...
প্রেমহীন পৃথ্বির বুকে হামাগুড়ি দেয়
শ্বাপদ রাত; বিকেলের মিহি আলোয়
নেই আর কোন মায়া !
তবুও
বৈরি হাওয়ায় কেউ কেউ টেনে নিয়ে যায়
আবেগের ডিঙি নৌকা,
তুমুল অমাবস্যায় বাঁচিয়ে রাখে একফালি চাঁদ
সযতনে, সঙ্গোপনে।
হাতে হাত রেখে তারা সন্ধ্যা নামায়
বারুদ গন্ধে মরে যাওয়া নগর উদ্যানে।
কামরাঙার মত নরম আশাবাদী চোখে
তারা স্বপ্ন দেখে, উড়ে যাবে দুরদেশে
হংস বলাকার উল্লাসে...
তারপর স্বর্গের সিঁড়িতে একদিন ভেসে যাবে
কাঙ্কিত বাসরের সানাই স্রোতে,
তখন সূর্যগন্ধী মেঘের সিঁথানে জেগে রবে রাত...
আঙুলে-আঙুলে, অধরে-অধরে দ্বৈরথ
মৃদু মৃদু শিহরণ জানালার শার্শিতে।