ফসিলের চোখ মেলে চেয়ে আছি নির্লিপ্ত,
দেখছি আমার বিমূর্ত সীমান্তে
সময়ের ধংস লীলা...
অথচ
এইখানে একদিন প্রেম ছিল; ছিল
খয়েরী রং শালিকের যুগলবন্দী নাচ
প্রগলভ কবিতার উল্লাসে আকাশনীলা
ছুঁয়েছিল প্রান্তরের চিবুক।
দূরদেশী মেঘের সাথে মৃত্তিকার সরসিজ প্রণয়
চোখ মেলে দেখেছিল বনের মুগ্ধ ডাহুক।
এখন এখানে প্রেম নেই; কেবল
ধু ধু মরুর বিন্যাসে ক্ষণে ক্ষণে
বাদুরের ডানায় নেমে আসে রাত।
অন্ধকার ! অন্ধকার !! অসহ্য অন্ধকার..
বিষাদের নৈঃশব্দে জেগে থাকে স্বপ্নভুক প্রহর !
কবিতার খাতায় ঘুনপোকার অভয়ারণ্যে
আমি আর আলোর সন্ধান করিনা,
নিকোটিনের বিষাক্ত ছোঁয়ায় রচিত হয় এপিটাফ
আমিতো মরেই গেছি বহুদিন আগে ।
ডায়রীর পাতায় ধুলো পড়া স্মৃতি,
পথ ভূলে গেছে নীল খামে উড়ে আসা চিঠি;
এখন সবাই একা, কেউ কারো নয়;
আকাশ আর মাটি।