হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ-এ অনুমোদন পাওয়ার পর; সিনেটে ৮৮-৯ ভোটে পাস হওয়া বিলটি; ১৭ নভেম্বরের মধ্যে ফেডারেল সরকারকে অর্থায়নের অনুমতি দেবে। বিলটিতে, দুর্যোগ সহায়তার জন্য বাইডেনের দাবি করা ১৬০০ কোটি ডলার রয়েছে। এটি ছিল গত বাইডেন এর শেষ সময় নভেম্বরের অবস্থা l
ট্রাম্প মরিয়া হয়ে চেষ্টা করছে সরকারের খরচ কমাতে অভ্যান্তরীণ আন্তর্জাতিক সকল বরাদ্দ বাতিল, সরকারি কর্মচারী ছাটাই যার মধ্যে CIA, FBI এর মত বাহিনীও আছে I বাইরে দিয়ে হম্বি তম্বী ঠিকই করছে ট্রাম্প আওয়াজ আগের চেয়ে বেশি আসলে আমেরিকার শুন্য পাত্র অবস্থা আমার ভাষায় EMPTY POT situation ঢাকতেই তার এসব কৌশল l CIA, FBI, FEDAREL GOV. এর মত প্রতিষ্ঠান যখন বন্ধ করার চেষ্টা করে বোঝাই যায় আমেরিকার ভেতরের কি করুণ দশা ‼️
যুক্তরাষ্ট্রের ৪০ লাখের বেশি সামরিক ও সরকারী কর্মী বেতন পাবেন না।তবে, এয়ার ট্র্যাফিক কন্ট্রোল ও সীমান্ত পার হওয়ার আনুষ্ঠানিক পয়েন্টগুলোর মতো জরুরি পরিষেবাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা কাজ অব্যাহত রাখবেন। আর, পেনশনভোগীরা বিল পরিশোধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার জন্য সময়মতো তাদের মাসিক সরকারী ভাতা নাও পেতে পারেন। এমন কী, জাতীয় উদ্যানগুলো বন্ধ হয়ে যাবে, এমন আশঙ্কাও ছিলো।
ট্রাম্প কি পারবে Empty pot আমেরিকার অর্থনীতি টিকিয়ে রাখতে ⁉️ না কি যে কোন সময় ধসে পরবে আমেরিকার সাম্রাজ্য ‼️
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৪১