এক ঈশ্বরবাদ -
# যে যার ধর্ম পালন করবে কিন্তু এক ঈশ্বর বিশ্বাস করতে হবে l
# ঐশ্বরিক গ্রন্থ হিসেবে স্বীকৃতি গ্রন্থগুলোই ধর্মীয় গ্রন্থ হিসেবে স্বীকৃতি পাবে l মানুষের লিখিত বা তৈরী কোন গ্রন্থ বা মতবাদ ধর্ম বা ধর্মীয় মতবাদ হিসেবে স্বীকৃতি পাবে না l
# মূর্তি পূজা করা যাবে না কোন ধর্মীয় প্রতিষ্ঠানে কোন মূর্তি বা ছবি রাখা যাবে না l কারন কোন ধর্ম গ্রন্থই মূর্তি বানিয়ে প্রার্থনা করার স্বীকৃতি দেয় না l
# মানুষের তৈরী কোন মতবাদ বা গল্প বা কাহিনী ধর্মীয় গ্রন্থ হিসেবে স্বীকৃতি দেয়া হবে না l
# মূর্তি বা ছবি ধর্মীয় উপসানলায় বা ধর্মীয় প্রতিষ্ঠানে রাখতে হলে সেই ধর্মের গ্রন্থ দিয়ে প্রমান করতে হবে মূর্তি বা ছবি পূজা করতে বলা হয়েছে l মানুষ লিখিত কোন গ্রন্থ বা দলিল এই ক্ষেত্রে স্বীকৃত নয় l
# নাস্তিকরা স্বাধীনভাবে থাকবে কিন্তু ধর্ম নিয়ে তাদের কোন বক্তব্য বা কথা বলা যাবে না l তাদের আস্তিক হওয়ার ক্ষেত্রে কোন বাধ্যবাধকতা নাই l কিন্তু ধর্ম নিয়ে তাদের কোন কথা বলা যাবে না কারন যা সে মানেই না তা নিয়ে তার বলারও কিছু নাই l
পৃথিবীতে বর্তমানে ঐশ্বরিক গ্রন্থ হিসেবে স্বীকৃত এবং বিদ্যামান তার প্রত্যেকটিতে এক ঈশ্বররের কথা বলা হয়েছে l সুতরাং এক ঈশ্বরবাদ বা ONE GOD ORDER এর মূল কথা - মত, পথ,ধর্ম, আদর্শ ভিন্ন হোক কিন্তু ঈশ্বর হবে এক এখন যার যেভাবে খুশি সেভাবে ঈশ্বরকে মানুক, ডাকুক এবং প্রার্থনা করুক l
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ২:৩৪