সংবিধান কবর দিবে, পতাকা পরিবর্তন করবে, জাতীয় সংগীত বাদ দিবে, নতুন স্বাধীনতা ঘোষণা করবে দেশ আবার পাকিস্তানের অংশ বানাবে ⁉
কি করতে চাও ❓ কারা করতে চাও ❓ কিভাবে চাও ❓ এটা বোঝার মত ভাত বাঙালি খায় l ৫২, ৭১, ৯০ এই বাংলার জানতাই করেছে শুধু আওয়ামীলীগ করেনি l দেশের প্রতিটি আন্দোলনে জামাত ছাড়া ডান বাম প্রতিটি দলের অবদান আছে l এখন রাজাকারের রাগ কাটা দল এক টানে সব মুছে দিবে সেই লক্ষ্য নিয়েছে l তোরা কি করবি কি করতে চাস এটা বাংলার জনতা খুব ভালো ভাবে বুঝে l তোমরা হইলা কামলা l যার যখন যেখানে প্রয়োজন জামাতকে ব্যবহার করেছে সামনেও ব্যবহার করবে l কামলারা ক্ষেত চাষ করে শ্রম দেয় ফসল ফলায় সত্য কিন্তু ফসল উঠে মালিকের ঘরে l এটাই সত্য এর কোন বিকল্প নাই l জামাত রাজাকার আর এই দলের নেতা কর্মী ছাড়া প্রত্যেকটি দল এবং তাদের নেতা কর্মী এই দেশের মালিক বাংলাদেশের প্রতিনিধিত্ব করে l জামাত স্বাধীনতার আগেও পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছে আজকেও পাকিস্তানের প্রতিনিধিত্ব করে l জামাতের কাছে সর্ব প্রথম পাকিস্তানের স্বার্থ এটাই তাদের নীতি l আজ প্রশাসনের প্রতি পর্যায়ে সরকারের সকল স্তরে জামাতের লোক বসানো হয়েছে l ভালো সুযোগ পেয়েছে বসিয়েছে l সন্দেহ নাই জামাত প্রশাসনে অনেক লোক সেট করেছে বহু আগে থেকেই l প্রশাসনের গুটি কয়েকলোক দিয়ে দেশ নিয়ন্ত্রণ করে ফেলবে ভাবা বোকার রাজ্যে বাস করা l আর এজন্যই প্রশাসনে বহু লোক থাকলেও মাঠে কর্মী না থেকে জামাত কখনোই মূল ধারার রাজনীতিতে আসতে পারেনি তা ছাড়া জনতাও কখনো এদের বিশ্বাস করেনি করবেও না l ফলে জামাত যে আশায় ছক সাজাচ্ছে ক্ষমতায় যাবে তা কখনোই সম্ভব না জনতা কখনোই এদের হাতে ক্ষমতা দিবে না l উগ্রপন্থার স্থান কখনোই বাংলার মাটিতে ছিল না l দুই চারটা সরকারি ক্যাডার আর প্রশাসনের কিছু লোক নিয়ে সরকার গঠন সম্ভব না l ভুলে গেলে চলবে না প্রশাসনের সকল স্তরে আওয়ামীলীগের একচ্ছত্র আধিপত্য ওদের রক্ষা করতে পারেনি ‼️
সুতরাং দুই চারটা ডাইপার বাবু নিয়ে দুনিয়া উল্টায় ফেলবা সেটা ভাবার আগে কোমরে জোর কত টুকু দেখে নিও ‼️কালকে বিনপি যদি হাত সরিয়ে নেয় এক ঘন্টাও লাগবে না এইসব হাবু বাবু উধাও হয়ে যাবে l সুতরাং আকাশ কুসুম কল্পনা না করে আগের মত বিনপির পিছনে চোরের মত গিয়ে দাড়াও ‼️ আর বলো জি আজ্ঞে মহাজন হুকুম করেন ‼️ তাইলে ক্ষমতার কিছু হালুয়া রুটি পাইবা না হলে ইতিহাস হয়ে যেতে সময় লাগবে না l বিনপি আওয়ামীলীগের বাইরে রাজনীতি বাংলার মাটিতে করার মত ক্ষমতা বা শক্তি কোন দলেরই হয়নি এই বাস্তবতা মেনেই রাজনীতি করতে হবে এর কোন বিকল্প নাই l
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪০